|
পুলিশ লাঠি চার্জ করে ৫জন শিক্ষার্থীকে গুরুতর আহতসহ প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী ছাত্র/ছাত্রীকে পিটিয়ে আহত করে
বরিশালে আই এইচ টি শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন
স্বাস্থ্য মন্ত্রী কর্তৃক ঘোষিত মাইনরের অভিলম্বে বাস্তবায়নসহ মেডিকেল এডুকেশন বোর্ড গঠন, সরকারী চাকুরীতে মেডিকেল টেকনোলজিস্টদের ১০ম গ্রেড প্রদান, নতুন নতুন সৃজন ও বন্ধ নিয়োগ চালু করন, ডেন্টাল টেকনোলজিস্টদের প্রাইভেট প্রাকটিস রেজিঃ প্রদানসহ ১০ দফা দাবী আদায়ের লক্ষে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আই এইচ টি ছাত্র/ছাত্রী শিক্ষার্থীরা। আজ (০৪-১২-১৭) সকাল ১০টায় নগরীর সদররোড অশ্বিনী কুমার টাউন হল সম্মুখে এই কর্মসূচি পালিত হয়। আই এইচ টি শিক্ষার্থী ও কর্মসূচির সমন্বয়ক শাহাদৎ হোসেনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন শরিফুল ইসলাম, সজল রায়, ইকবাল হোসেন রকি, তানভির হাসান, শুভ কুন্ড, নাসিম খন্দকার, রুবেল বসু, ডাঃ মনিষা চক্রবর্তী ও মোঃ গোলাম মাহমুদ সেলিম। মানববন্ধনে বক্তরা বলেন, ২০১৪ সালে স্বাস্থ্য মন্ত্রী আই এচ টি শিক্ষার্থীদের দাবীর সাথে একাত্বতা ঘোষণা করে মাইনর প্রকাশ করেন। ৩ বছর অতিক্রম করার পরও আজ পর্যন্ত আই এইচ টি শিক্ষার্থীদের কোন দাবী আদায় হয়নি। এর ফলে মেডিকেল টেকনোলজিস্ট শিক্ষার্থী ছাত্র/ছাত্রীদের মাঝে ব্যাপক ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। যদি শিক্ষার্থীদের দাবী পুরন করা নাহলে কঠোর আন্দোলনে যাবার হুমকি প্রদান করেন। তাই অভিলম্বে স্বাস্থ্য মন্ত্রী দেয়া ঘোষিত মাইনর এর অভিলম্বে বাস্তবায়নের দাবী জনান।
উল্লেখ্য, ২০১৪ সালে ৩ই ডিসেম্বর বরিশাল আই এইচ টি ছাত্র/ছাত্রী শিক্ষার্থীরা ১০ দফা দাবী আদায়ের লক্ষে শের-ই-বাংলা মেডিকেল কলেজের সামনে অবস্থান কর্মসুচি পালনকালে শিক্ষার্থীদের উপর পুলিশ বিনা উসকানিতে বেধড়ক লাঠি চার্জ করে ৫জন শিক্ষার্থীকে গুরুতর আহতসহ প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী ছাত্র/ছাত্রীকে পিটিয়ে আহত করে। পুলিশ এসময় ১৪জন শিক্ষার্থীকে গ্রেফতার করে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তৎকালীন সময়ে স্বাস্থ্য মন্ত্রী এ ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীদের। এর পূর্বে আই এইচ টি শিক্ষার্থীরা শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এক বিক্ষোভ মিছিল নিয়ে সদররোড এসে মানববন্ধন কর্মসূচি পালন করে।
- শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক
Post Views:
২৩৬
|
|