দাবী পুরন করা না হলে কঠোর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারী
বরিশালে আইনজীবী সহকারী কাউন্সিল আইন পাসের দাবীতে সংবাদ সম্মেলন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দেশের সকল আইনজীবী সহকারীদের জন্য খসরা প্রনীত আইনজীবী সহকারী কাউন্সিল আইন পাসের দাবীতে সাংবাদি সম্মেলন করেছে বরিশাল আইনজীবী সহকারী সমিতি। আজ (২৪-০১-১৮) বুধবার দপুর দুইটায় আইনজীবী সহকারী সমিতি কার্যলয়ে সংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় বরিশাল আইনজীবী সমিতির সভাপতি আনিছুর রহমান লিখিত বক্তব্য পাঠ করে বলেন আইনজীবী সহকারীরা আদালতগুলোর বেঞ্চে স্বাধীন ভাবে কাজ করার দাবী জানান। এসময় তারা আরো বলেন স্বাধীনতার পর সংবিধান অনুযায়ী প্রতিটি পেশাজীবী মানুষের জন্য স্বতন্ত্র আইন প্রণীত হয়েছে। অপরদিকে দেশের আইনজীবী সহকারী সম্প্রদায়ের পেশাগত কাজের বর্ননা সহকারে কোন আইন প্রনয়ন করা হয়নি। গত ২৩ই জুলাই ২০১৬ইং অভিষেক অনুষ্ঠানে আইনমন্ত্রী ও মন্ত্রী পরিষদ সদস্যগন উপস্থিত হয়ে খসড়া প্রণীত আইনটি ২০১৬ এর শীতকালীন জাতীয় সংসদ অধিবেশনে পাস করার ওয়াদা করার পরও আজ আইনজীবী সহকারীদের আইনটি আজ পর্যন্ত পাশ না করার কারনে চরম ক্ষোভ প্রকাশ করেন। সাংবাদিক সম্মেলনে এসময় আরো উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক রেজাউল আলি চুন্নু, উচ্চ পরিষদ সহ-সভাপতি দেলোয়ার হেসেন, সিনিয়র সদস্য আঃ ছালাম সেন্টু ও সদস্য দেব দুলাল প্রমুখ। আইনজীবী সহকারীরা বলেন, আগামী ২৬ই জানুয়ারীর মধ্যে সহকারীদের দাবী পুরন করা না হলে তারা কঠোর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারী দেন।