Current Bangladesh Time
শনিবার জানুয়ারি ২৫, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে আইএইচটি’র প্রভাষক সুমনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ! 
Friday March 23, 2018 , 1:32 pm
Print this E-mail this

সুমনের কুপ্রস্তাবে রাজী না হওয়ায় ৮ শিক্ষার্থীকে ফেল – অভিযোগ শিক্ষার্থীদের

বরিশালে আইএইচটি’র প্রভাষক সুমনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ !


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ল্যাবরেটরি অনুষদের প্রভাষক তাহেরুল ইসলাম সুমনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এ অভিযোগে অবিলম্বে তার প্রত্যাহার দাবিতে একাডেমিক ভবনের সামনে বিক্ষোভ করেছেন তারা। বৃহস্পতিবার দুপুরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে আইএইচটি শিক্ষার্থীরা জানায়, তাহেরুল ইসলাম সুমন ছাত্রী হোস্টেলের সুপারের দায়িত্ব পালন করার সুবাদে যখন-তখন হোস্টেলের বিভিন্ন কক্ষে প্রবেশ করে অশ্লীল আচরণসহ বিভিন্ন সময়ে ছাত্রীদের কু-প্রস্তাবও দিতেন এবং ছাত্রীদের যৌন হয়রানি করে আসছেন। এ নিয়ে তার বিরুদ্ধে কথা বলায় এরই মধ্যে ৮ শিক্ষার্থীকে ফেল করিয়েছেন তিনি। এছাড়া ছাত্রীদের কাছে তার পাঠানো অশ্লিল ম্যাসেজগুলো ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে পুরো ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। এই বিষয়ে অভিযুক্ত প্রভাষক তাহেরুল ইসলাম সুমন জানান, ছাত্রলীগ নামধারী শরীফ, তানভির, শুভ, নাসিম ও রকিসহ ৭জন ছাত্র পরীক্ষায় পাস না করায় তাকে দোষারোপ করছেন। ইনস্টিটিউটে পরীক্ষায় নকল বন্ধ করে দেয়ায় তারা ক্ষিপ্ত। এছাড়া ছাত্রী হোস্টেলে আগে প্রতি সিট বাবদ ১৫ হাজার টাকা দিতে হতো ছাত্রীদের। তিনি এ বাণিজ্য বন্ধ করে দেয়ায় তার বিরুদ্ধে এ ষড়যন্ত্র করা হচ্ছে। আন্দোলনকারীদের লিখিত অভিযোগ থেকে জানা যায়, অনুষদের প্রভাষক তাহেরুল ইসলাম সুমন দীর্ঘ দিন যাবত কলেজ ছাত্রীনিবাসের দায়িত্বে রয়েছেন, এরই সুযোগে তিনি মেয়েদের কু-প্রস্তাবসহ নানা ভাবে হয়রানী করে আসছে। এমনকি তার বিছানায় মধুর মিলনে মিলিত না হলে ছাত্রীদের মৌখিক পরীক্ষায় ফেল, হোস্টেলের সিট কর্তনসহ নানাভাবে হয়রানী করে থাকে। যার একটি লিখিত অভিযোগ স্বাস্থ্য মহাপরিচালক বরাবর জমা দেয়া হলেও তাহেরের দীর্ঘ হাতে এর কোন সুরাহা হয়নি। এছাড়া ও কলেজে ছাত্রলীগের সাথে চাঁদাবাজির টাকা ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব হলে তিনি আইএইচটি ছাত্রলীগের সাধারন সম্পাদক আসলামকেও কৌশলে হয়রানী করে বরিশাল ছাড়া করেছিলেন। তাছাড়া কলেজ ক্যাম্পাসে মসজিদ নির্মানের নামে ব্যাপক চাঁদাবাজি, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদকে অনৈনিকভাবে পরিক্ষাকক্ষ থেকে বহিস্কার, টেকনোলজিস্ট সংগঠনের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, প্রভাষক অনিমেষ মজুমদারকে বদলি করানো সহ ব্যাপক অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আন্দোলনকারী এক মেয়ে শিক্ষার্থী জানান, তাহের স্যার প্রায়ই রাতে সাড়া শব্দ না করে ছাত্রীনিবাসের বিভিন্ন রুমে হিটার অভিযানের নাম আসে। এতে আমরা লজ্জার মধ্যে পড়ি। কারণ আমরা সকল মেয়েরাই রুমে বসে বুকে ওড়না ছাড়া থাকি। তিনি হুটহাট করে রুমে ঢুকে পরেন। এতে আমরা বিপত্তির মধ্যে পড়ি। তাছাড়া কোন মেয়েই তার হাতে নিরাপদ নয়। আমরা সবসময় আতঙ্কে থাকি। নাম প্রকাশ না করার শর্তে আরও একাধিক শিক্ষার্থী জানায়, প্রায় রাতেই শিক্ষক তাহের হোস্টেলের ছাত্রীদের নিয়ে বেলর্স পার্কে হাটতে যায়। সেখানে গিয়ে তাদেরকে চা ও ফুচকা খাওয়ার বলে জানায় সূত্রটি। মাঝে মাঝে অনেক ছাত্রীকে নিয়ে নির্জন কক্ষেও সময় কাটায় শিক্ষক তাহের। এ বিষয়ে অধ্যক্ষকে আমরা মৌখিকভাবে বললেও তিনি বিষয়টি গুরুত্বসহকারে দেখেননি। অপর এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, নুপুর নামে কলেজের এক সাবেক শিক্ষার্থীকে অবৈধ ক্ষমতাবলে মেয়েদের হোস্টেলের দায়িত্ব দিয়ে তাহের স্যার নানাভাবে সাধারন শিক্ষার্থীদের হয়রানী করে। এ সকল অভিযোগেরই সুষ্ঠু তদন্ত এবং তাহেরুল ইসলামের বহিস্কার দাবী করে কলেজ শিক্ষার্থী শরীফ বলেন, এর আগেও তিনি অনৈতিকভাবে অনেক শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষায় ফেল করিয়েছেন। তবে এবার প্রয়োজনে ক্লাস বর্জনসহ কঠোর কর্মসূচি নেয়া হবে। এ বিষয়ে অধ্যক্ষ ডা. জাফর খান অভিযোগ সম্পর্কে বলেন, তাহেরুল সুমনের বিরুদ্ধে শিক্ষার্থীরা স্বাস্থ্য মহাপরিচালক বরাবর তার মাধ্যমে গণস্বাক্ষর সম্বলিত অভিযোগপত্র প্রেরণ করেছেন, এ বিষয়ে পদক্ষেপ এখন স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণে।

প্রভাষক তাহেরুল ইসলাম সুমন

 

 




Archives
Image
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল হলে জনগণ হতাশ হবে : তারেক রহমান
Image
বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা : ভারতের কাছে জবাব চাওয়ার দাবি
Image
বরিশালে স্কুলছাত্র হত্যাকারীদের গ্রেফতার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
Image
বরিশাল নগরীর অর্ধশত স্পটে প্রকাশ্যে মাদকের হাট
Image
ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা