Current Bangladesh Time
শুক্রবার নভেম্বর ৮, ২০২৪ ১:২১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে আইএইচটিতে যৌন হয়রানির অভিযোগ, প্রভাষকের পদত্যাগ 
Wednesday March 28, 2018 , 6:59 pm
Print this E-mail this

সুমন দীর্ঘদিন ধরেই ছাত্রী হোস্টেলের সুপার পদে থাকতে চাচ্ছিলেন না – ডা: জাফর আলী খান

বরিশালে আইএইচটিতে যৌন হয়রানির অভিযোগ, প্রভাষকের পদত্যাগ


শিক্ষক তাহের সুমন

মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ছাত্রী হোস্টেলের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন ল্যাবরেটরি অনুষদের প্রভাষক তাহের ইসলাম সুমন। মঙ্গলবার তিনি অধ্যক্ষের কাছে এই পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ ডা: জাফর আলী খান জানান, প্রভাষক তাহেরুল ইসলাম সুমন দীর্ঘদিন ধরেই ছাত্রী হোস্টেলের সুপার পদে থাকতে চাচ্ছিলেন না। এজন্য তিনি একটি আবেদনও করেছিলেন। কিন্তু লোকবল সংকটসহ নানান সমস্যার কারণে সেটি আমলে নেয়া হয়নি। এরপর হঠাৎ করেই তার বিরুদ্ধে নানান অভিযোগ তুলে ২২ মার্চ শিক্ষার্থীরা বিক্ষোভ করে ক্যাম্পাসে। এরপর তিনি আবার হোস্টেল সুপারের পদ থেকে অব্যাহতি চাইলে তা আমলে নেয়া হয়। তিনি বলেন, শিক্ষার্থীদের অভিযোগের পরপরই তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যে কমিটি আগামী রবিবারে তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থাগ্রহণ করা হবে। এতে যে পক্ষ অভিযুক্ত হবেন তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ছাত্রী হোস্টেলের সুপার থাকার সুবাদে শিক্ষক তাহের ইসলাম সুমন বিভিন্ন সময় ছাত্রীদের যৌন হয়রানি করত। এছাড়া মোবাইলে কুরুচিপূর্ণ ম্যাসেজ এবং তার কথা না শুনলে ফেল করিয়ে দেয়ার হুমকি দিয়ে নানা ধরনের অপকর্মের প্রেক্ষিতে এই শিক্ষকের অপসারণের দাবিতে ইনস্টিটিউটে বিক্ষোভ অব্যাহত রয়েছে। এছাড়া এসব বিষয় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে।




Archives
Image
আয়কর রিটার্ন দেওয়ার সময় বাড়ানোর আভাস
Image
শিগগির স্থগিত ৩ বিসিএস নিয়ে সিদ্ধান্ত নেবে পিএসসি
Image
শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটসহ ১৪ হাসপাতালের নাম পরিবর্তন
Image
বরিশালে পলিথিনের বিরুদ্ধে অভিযান
Image
বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু