মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর নতুল্লাবাদ থেকে দেশীয় অস্ত্র পাইপগান তৈরির সরঞ্জামাদীসহ এক অস্ত্র প্রস্তুতকারীকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। ১৩ নভেম্বর (মঙ্গলবার) রাত ১১ টায় অস্ত্র তৈরি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নতুল্লাবাদ এলাকায় বিসমিল্লাহ বডি বিল্ডার্স ওয়ার্কসপে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর মুকুলের নেতৃত্বে এসআই বশির, এসআই এনামুল হক, এএসআই জুয়েল ভুইয়া, এএসআই মিজানুর রহমান, এএসআই জব্বার সহ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এসময় অস্ত্র তৈরির সরঞ্জামাদী সহ নগরীর ২৯নং ওয়ার্ডের ইছাকাঠি গ্রামের লুৎফর রহমানের ছেলে মনিরুল ইসলাম রিপন (৪০) ওরফে গরু রিপনকে আটক করা হয়। এ ঘটনায় এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর মুকুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামি রিপনের বিরুদ্ধে দুটি হত্যা মামলা ও ১০/১২ টি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে, মামলা নং-২৯।