সংবাদ পেয়ে এয়ারর্পোট থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে
বরিশালে অবরুদ্ধ ৬টি পরিবার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরের নতুল্লাবাদ লিয়াকত আলী খান সড়কের বাসিন্দা এ্যাড. এম.এ.জলিলের মালিকানাধীন বসত বাড়ির একটি অংশ অবৈধ দখলের কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে ঐ বাড়িতে বসবাসরত ৬টি পরিবার। গত ৩০ সেপ্টেম্বর বৃস্পতিবার রাত ৮ টায় স্থানীয় সৌদি প্রবাসী গোলাম মাওলা ও তার পুত্র নোমান সহ অয়েকজন ব্যাক্তি কোন ধরনের পূর্বাভাস ছাড়াই ঐবাড়িতে প্রবেশের এক মাত্র গেটটি ঝালাই দিয়ে আটকে দিলে এপরিস্থিতির সৃস্টি হয়। ঐ বাড়ির মালিক এ্যাড. এম এ জলিল বলেন, ২০০৭ সালে ৭ শতাংশ জমি ক্রয় করে আমি এই বাড়িটি নির্মান করি। এখানে আমার পরিবার ছাড়াও ভাড়াটিয়া ৬ টি পরিবার বসবাস করে। কিছুদিন পূর্বে আমার প্রতিবেশি সৌদি প্রবাসী গোলাম মাওলা আমার বাড়ির মধ্যে তার জমি দাবি করে। এনিয়ে বরিশাল এডিএম কোর্টে আমি ১৪৫ ধায়ায় একটি মামলাও করি। বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে বেশ কয়েকবার সালিশ মিমাংসা হলেও সালিশদারদের কোন সিদ্ধান্ত মেনে নেয়নি গোলাম মাওলা। তিনি আরো বলেন, আমার সম্পতি ৪০৫ ও ৪০৬ দাগে। অপরদিকে গোলাম মাওলার সম্পতি ৪০৪ দাগে। ভিন্ন দাগে সম্পত্তি থাকলেও তিনি অন্যায় ও অনৈতিক ভাবে আমার বাড়ির ভিতরে তার জমি দাবি করে আসছিলেন। এরই মাঝে গত ৩০ আগস্ট আচমকা গোলাম মাওলা তার পুত্র সহ লোকজন নিয়ে আমার বাড়ির প্রধান ফটক আটকে দেয় এবং ভিতরের একটি ওয়াল ভেঙ্গে ফেলে। সংবাদ পেয়ে এয়ারর্পোট থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে এবং ভারপ্রাপ্ত কর্মকতা গোলাম মাওলাকে বাড়ির প্রধান ফটক খুলে দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু গোলাম মাওলা তাদের নির্দেশ উপেক্ষা করে তাদের দখলদারিত্ব বজায় রাখায় এবং গেট খুলে না দেওয়ায় বর্তমানে ঐবাড়িতে অবস্থানরত ৬ টি পরিবার বর্তমানে চরম মানবেতর জীবন যাপন করছে। ভুক্তভোগী এ্যাড. এম.এ জলিল নিজ সম্পতি ফিরে পেতে এবং অবরুদ্ধ ৬টি পরিবারকে উদ্ধার করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।