Current Bangladesh Time
শুক্রবার জুন ২০, ২০২৫ ৭:০৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে অফিসে প্রবেশ করে ভূমি কর্মকর্তার ওপর হামলা 
Friday December 13, 2024 , 5:51 pm
Print this E-mail this

মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ

বরিশালে অফিসে প্রবেশ করে ভূমি কর্মকর্তার ওপর হামলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন ভূমি অফিসে প্রবেশ করে ভূমি সহকারী কর্মকর্তার (তহসিলদার) ওপর হামলা ও অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র বিনষ্ট করা হয়েছে। এ ঘটনায় কাওসার হোসেন হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটকের বিরুদ্ধে থানায় মামলা করার পর ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার কাওসার সরিকল ইউনিয়নের প্রত্যন্ত কুড়িরচর গ্রামের গনি হাওলাদারের ছেলে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সরিকল ভূমি অফিসে জমির পর্চা নিতে এসে ভূমি সহকারী কর্মকর্তা সরদার মজিবুরের সঙ্গে অশোভন আচরণ করের কাওসার। একপর্যায়ে অফিসের মধ্যেই ভূমি কর্মকর্তা মজিবুরকে কিল-ঘুষি মেরে আহত এবং অফিসের গুরুত্বপূর্ণ ফাইল বিনষ্ট করেন। এ সময় ভূমি অফিসের অন্যান্য কর্মচারীরা কাওসারকে আটকে রেখে বিষয়টি তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাওসারকে আটক করে থানায় নিয়ে যায়। ওইদিন রাতেই কাওসারের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। তবে সরিকল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার মোবাইল নাম্বার বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি। গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রাজিব হোসেন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করার পর আটকের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (ডিসেম্বর ১৩) বিকেলে বিষয়‌টি নি‌শ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইউনুস মিয়া জানান, এ ঘটনায় দায়েরকৃত মামলায় কাওসারকে গ্রেপ্তার দে‌খিয়ে আদালতের মাধ‌্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।




Archives
Image
স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে
Image
ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিয়েছে জামায়াত
Image
যান্ত্রিক ত্রুটি : একদিনে এয়ার ইন্ডিয়ার ৭ ফ্লাইট বাতিল
Image
সাবেক এমপি জেবুন্নেছাকে ৩ মামলায় ফের গ্রেপ্তার
Image
একদিনে আরও ২৪৪ জন ডেঙ্গু আক্রান্ত, ১৩৮ জনই বরিশালের