|
কুরিয়ার সার্ভিসের ম্যানেজারকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায়
বরিশালে অটো ছিনতাইকারী চক্রের সদস্য আটক
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর চৌমাথা এলাকার এ জে আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ব্যাটারি চালিত হলুদ অটো রিক্সা ঢাকায় পাঠানোর সময় কোতোয়ালি মডেল থানা পুলিশের হাতে আটক হয় চোর চক্রের এক সদস্য। আটক হওয়া চোর চক্রের সদস্য নগরীর ২৩নম্বর ওয়ার্ড যুবক হাউজিং এলাকার আক্কেল আলীর পুত্র মো: বশির (২৮)। এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার জন্য এ জে আর কুরিয়ার সার্ভিসের ম্যানেজার শয়ন চন্দ্রকে নিয়ে যায় পুলিশ। প্রত্যক্ষদর্শী আলম জানিয়েছেন, রাত আনুমানিক ৯টার দিকে আমি একটা ডকুমেন্টস ঢাকায় পাঠানোর জন্য কুরিয়ার সার্ভিসে আসি। তখন, একটি ব্যাটারি চালিত হলুদ অটো রিক্সা ঢাকায় পাঠানোর জন্য এজে আর কুরিয়ার সার্ভিসে আসেন এক ব্যাক্তি। পরে তার কথায় আমিসহ কয়েকজনের মাঝে সন্দেহ হয়। গোটা একটা অটো কুরিয়ারে করে ঢাকায় পাঠাবে, বিষয়টি একটু খটকা মনে হয়। পরবর্তীতে, আমরা ৯৯৯ এ ফোন করে পুলিশে খবর দেই। তারা এসে চোর এবং অটোটি উদ্ধার করে। এদিকে, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ চোর এবং অটো উদ্ধারের বিষয়ে তাদের কার্যক্রম চালাচ্ছিলেন। এসময় বাকেরগঞ্জ উপজেলার বঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের মৃত আলতাফ হোসেন হাওলাদারের পুত্র মো: বুলবুল হাওলাদার (৪৫) কে অচেতন অবস্থায় কুরিয়ার সার্ভিসে এসে হাজির হন তার স্বজনরা। পরে, তাদের কাছ থেকে জানা যায়, ঢাকায় পাঠানোর জন্য কুরিয়ারে নিয়ে আসা অটোর মালিক বুলবুল হাওলাদার। শনিবার সন্ধ্যার পরে রুপাতলী এলাকা থেকে বুলবুল হাওলাদারকে চেতনাদায়ক ঔষধের মাধ্যমে অচেতন করে তার হলুদ অটো রিক্সাটি ছিনতাই করে বশির। পরবর্তীতে, ঢাকায় পাঠানোর জন্য এজে আর কুরিয়ার সার্ভিসে আসলে তাকে আটক করা হয়। এবিষয়ে এ জে আর কুরিয়ার সার্ভিসের ঢাকা অফিসের সিনিয়র ম্যানেজার গিয়াস উদ্দিন জানান, যদি আমাদের কোম্পানির কোনো স্টাফ এ ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তাহলে তাকে কোম্পানির চাকরি থেকে বরখাস্ত করা হবে। এ বিষয়ে কতোয়ালি মডেল থানার (এ এস আই) বদিউজ্জামান বলেন, আমরা ৯৯৯ এ একটি ফোনের মাধ্যমে একটি চুরির ঘটনার খবর পেয়ে আসি। এখানে এসে চোর এবং অটো উদ্ধার করতে সক্ষম হয়েছি। পাশাপাশি, এ জে আর কুরিয়ার সার্ভিসের ম্যানেজারকেও জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হচ্ছে। পরবর্তীতে, তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে।
Post Views:
৫১
|
|