|
কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার রাসেলসহ উর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন
বরিশালে অগ্নিকান্ডে ২ টি বসত বাড়ি পুড়ে ছাই
বরিশাল বিসিসি’র ২নং ওয়ার্ডের অধীন কাউনিয়া জানুকিসিংহ রোড সংলগ্ন মৃত মজিদ ব্যাপারীর মালিকানাধীন বাবুল মঞ্জিলে ভয়াবাহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ (২৯-০১-১৮) সোমবার দুপুরে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঐ বাড়িতে মৃত মজিদ ব্যাপারির পুত্র মজিবুর রহমান রিপনসহ তাদের ৪ ভাড়াটিয়া বসবাস করতো। সকাল ১১ টায় ভাড়াটিয়া হেমায়েত মৃধার পুত্র নান্নু মৃধার (রাজমিস্ত্রি’র) বন্ধ ঘর থেকে ধোয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইউনুচ’র নেতৃত্বে তিনটি ইউনিট ছুটে এসে প্রায় ১ ঘন্টার উদ্ধার অভিযান পরিচালনা করে আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার সার্ভিসের অপারেশন অফিসার ইউনুচ মিয়া জানায়, আগ্নিকান্ডে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় আমরা প্রায় ১০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করেন। স্থানীয় কাউন্সিলর মতুর্জা আবেদীন, কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার রাসেলসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক
Post Views:
২২৯
|
|