Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৪, ২০২৪ ১১:১৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের ৯ ইউপি নির্বাচনে বিএনপির ভরাডুবি 
Friday March 30, 2018 , 4:33 pm
Print this E-mail this

বিজয়ী প্রার্থীদের দাবি, নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে ভোটাররা

বরিশালের ৯ ইউপি নির্বাচনে বিএনপির ভরাডুবি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিভাগের নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে ভরাডুবি ঘটেছে বিএনপির প্রার্থীদের। গত বৃহস্পতিবার (২৯ মার্চ) অনুষ্ঠিত নির্বাচনে ৯ ইউপির সব কটিতেই আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। বিএনপি প্রার্থীদের দাবি নির্বাচন সুষ্ঠ হয়নি। বিভিন্ন ভোট কেন্দ্রে জাল ভোটসহ নানা অনিয়ম হয়েছে। এছাড়া ভোটারদের কেন্দ্রে আসতে বাঁধা দিয়েছে আ.লীগ প্রার্থীরা। বিভিন্ন কেন্দ্রে প্রভাব বিস্তার করেছে তারা। বরিশাল জেলার এক বিএনপি নেতা দাবি করেন, বিএনপির জনসমর্থন সব সময়েই বেশি ছিল। নির্বাচন সুষ্ঠ হলে শতভাগ বিএনপি জয়লাভ করত। কিন্তু তা হয়নি। বর্তমান সরকারের অধীনে অতিতের অন্য নির্বাচনের মত এ নির্বাচনেও বিভিন্ন ভোট কেন্দ্রে সুক্ষ কারচুপি হয়েছে। তবে বিজয়ী প্রার্থীদের দাবি, নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে। কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে ভোটাররা। তাছাড়া বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাঠে ছিল।নির্বাচন কমিশন সূত্রে জানাগেছে, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়ন, বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়ন, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়ন, চম্পাপুর, মিঠাগঞ্জ, বালিয়াতলী ও ধানখালী ইউনিয়ন এবং দুমকি উপজেলার শ্রীরামপুর ও লবুখালী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর মধ্যে বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল বাশার বাদশা তালুকদার নৌকা প্রতীক নিয়ে ২ হাজার ৬২৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জি এম মোশারেফ পেয়েছেন ১ হাজার ৯৫৯ ভোট। কলাপাড়া উপজেলার পাঁচটি ইউপির চারটিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছে।মিঠাগঞ্জ ইউনিয়নে কাজী হেমায়েত উদ্দীন হিরন (নৌকা), বালিয়াতলী ইউনিয়নে এ বি এম হুমায়ুন কবির (নৌকা), ডালবুগঞ্জ ইউনিয়নে আব্দুস সালাম সিকদার (নৌকা), চম্পাপুর ইউনিয়নে রিন্টু তালুকদার (নৌকা) এবং ধানখালী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী রিয়াজ তালুকদার (ঘোড়া) জয়ী হয়েছেন। বাকেরগঞ্জ উপজেলায় পাদ্রীশিবপুর ইউপির উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রয়াত চেয়ারম্যান আবুল বাশার হারুনের জ্যেষ্ঠ ছেলে জাহিদুল ইসলাম (বাবু) বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। তিনি ৬১০৯ ভোট পেয়েছেন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত সাজ্জাদুর ইসলাম মোল্লা ধানের শীষ প্রতীকে ৬৯৭ ভোট পেয়েছেন। দুমকী উপজেলার দুই ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। এর মধ্যে শ্রীরামপুর ইউনিয়নে আমিনুল ইসলাম সালাম ৪১৩৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হোসেন আহম্মেদ কবির নাঙল প্রতীকে পেয়েছে ৩৪১৭ ভোট। লেবুখালী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী শাহ আলম আকন ৬৩৮৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা মার্কার নাসির উদ্দিন পেয়েছেন ১৩০১ ভোট। এখানে বিএনপির প্রার্থী জব্বার সিকদার পেয়েছেন ১২০৯ ভোট।




Archives
Image
৪ দফা দাবিতে বরিশাল শেবাচিম হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
Image
তোফাজ্জল হত্যার বিচারের দাবিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ
Image
বরিশালে অবৈধভাবে বালু ভরাটের প্রতিবাদ সংখ্যালঘু যুবককে মারধরের অভিযোগ
Image
সাবেক এমপি বাহার ও তার মেয়ের ব্যাংক হিসাব জব্দ
Image
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আরও ৬ দিনের রিমান্ডে