উচ্চ আদালতের নিষেধাজ্ঞা ও বিচারাধীন থাকা অবস্থায় নতুন করে নিয়োগ দেওয়ার বিষয়টি সম্পূর্ণ বে-আইনী
বরিশালের ৬ স্কুলে ১২ জন প্রধান শিক্ষক!
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬ টি প্রাথমিক বিদ্যালয়ে ১২ জন প্রধান শিক্ষক নিয়োগের ঘটনায় সাধারণ শিক্ষকদের মধ্যে তুলকালাম কান্ডের সৃষ্টি হয়েছে। উপজেলার ১৩৩ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৭ টি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন প্রধান শিক্ষক পদটি শুণ্য রয়েছে। এছাড়া ১৩ টি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পদ নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে। নতুন করে প্রধান শিক্ষক নিয়োগের কথা উঠলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোসা. তাসলিমা বেগম নতুন করে নিয়োগের বিপরীতে ৩৭ টি প্রাথমিক বিদ্যালয়সহ মামলা চলমান ৬ টি প্রতিষ্ঠান সহ মোট ৪৩ টি প্রতিষ্ঠানকে শুন্য পদ এবং ৭ টি স্থগিতাদেশ দেখিয়ে জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর একটি তালিকা পাঠান। কিন্তু এর আগে ১৩ জন দায়ীত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক স্ব-স্ব পদে বহাল থাকার জন্য বিভিন্ন তারিখে উচ্চ আদালতে মামলা দায়ের করেন। সে অনুযায়ী গত ২৪ জুলাই আদালত ওই ১৩ টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ বন্ধ রাখার আদেশ জারি করেন। কিন্তু উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা তাছলিমা বেগম ১৩ বিদ্যালয়ের মধ্যে ৬ টি বিদ্যালয়ের বিপরীতে উচ্চ আদালতের আদেশ গোপন রেখে ৭ টি বিদ্যালয়ের নিয়োগ স্থগিতাদেশ দেখিয়ে মনগড়া একটি তালিকা স্বাক্ষর করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বরাবর পাঠান। এদিকে সরকারি বিধি মোতাবেক সারা দেশের ন্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১৬ আগষ্টে ৩৮.০০.০০০০.০০৮.১২.০৫৫.১৮-৬৮৩ নং স্মারকের আদেশ এবং গত ১৯ আগষ্টে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নং ৩৮. ০৭. ০০০০. ৪০০. ১৯. ০০১.১৮.৪৯ এর বরাত দিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল লতিফ মজুমদার কর্তৃক স্বাক্ষরিত জেপ্রাশিঅ/বরি/১৪১৯ নং স্মারকে বাবুগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যায়ের ৪৩ টি প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগের আদেশ জারি করেন। তবে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাবুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোসা. তাসলিমা বেগম বাবুগঞ্জের প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর পশ্চিম রাকুদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, কুমারিয়ার পিঠ জাহিদ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পূর্ব ক্ষুদ্রকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিন ভূতেরদিয়া নব আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিন ভূতেরদিয়া নতুন চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে প্রধান শিক্ষক নিয়োগ দেন। উচ্চ আদালতের নিয়োগের বিরুদ্ধে আপিলের প্রেক্ষিতে স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে নিয়োগ দেয়াতে বর্তমানে উল্লেখিত বিদ্যালয়গুলোতে দুই জন করে প্রধান শিক্ষক নিয়োগ পেল। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার এহেন কর্মকান্ডে উক্ত নিয়োগ নিয়ে প্রতিষ্ঠানগুলোতে এখন সাংঘর্ষিক রুপ নিয়েছে। এ ব্যাপারে বাবুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা (ভারপ্রাপ্ত) মোসা. তাসলিমা বেগমর কাছে জানতে চাইলে তিনি বলেন নিষেধাজ্ঞার বিষয়টি আমার জানা নেই বলে এড়িয়ে যান। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুজিত হাওলাদার বলেন উচ্চ আদালতের নিষেধাজ্ঞা ও বিচারাধীন থাকা অবস্থায় নতুন করে নিয়োগ দেওয়ার বিষয়টি সম্পূর্ণ বে-আইনী।