Current Bangladesh Time
মঙ্গলবার ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ১০:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনের ২৪জন প্রার্থী ধার ও দানের টাকা ব্যয় করবেন 
Sunday December 16, 2018 , 10:19 am
Print this E-mail this

পাশাপাশি ১১জন প্রার্থী নিজস্ব তহবিল ও ব্যবসার টাকা নির্বাচনে ব্যয় করবেন

বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনের ২৪জন প্রার্থী ধার ও দানের টাকা ব্যয় করবেন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনের ২৪জন প্রার্থী ধার ও দানের টাকা ব্যয় করবেন নির্বাচনী কাজে। পাশাপাশি ১১জন প্রার্থী নিজস্ব তহবিল ও ব্যবসার টাকা নির্বাচনে ব্যয় করবেন। নির্বাচন কমিশনে প্রার্থীদের জমা দেয়া নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রাপ্তির সম্ভাব্য উৎসের বিবরনী সূত্রে জানা গেছে, বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ নিজ আয় থেকে ১০ লাখ টাকা এবং তার ৩ ছেলের কাছ থেকে স্বেচ্ছাপ্রণোদিত প্রদত্ত দানের ১৫ লাখ টাকা নির্বাচনী ব্যয় নির্বাহের প্রাপ্ত অর্থ হিসেবে দেখিয়েছেন। একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন নির্বাচনী ব্যয় নির্বাহের প্রাপ্ত অর্থ হিসেবে নিজ আয় থেকে আড়াই লাখ টাকা, ভাইয়ের কাছ থেকে ধার বাবদ সাড়ে ৬ লাখ টাকা এবং স্ত্রীর কাছ থেকে স্বেচ্ছাপ্রণোদিত প্রদত্ত দানের ১৬ লাখ টাকার কথা উল্লেখ করেছন। অপর প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেহেদী হাসান রাসেল এবং জাকের পার্টির মোঃ বাদশা মুন্সী নিজেদের উপার্জিত অর্থের পাশাপাশি অনুদান ও ধারের টাকায় নির্বাচনী ব্যয় নির্বাহের প্রাপ্ত অর্থ হিসেবে দেখিয়েছেন। বরিশাল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহে আলম তালুকদার নিজ ব্যবসার ২০ লাখ টাকা ও খালাতো ভাইয়ের কাছ থেকে ৫ লাখ টাকা দেনা করে নির্বাচনে অংশ নিয়েছেন। তার মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি মনোনীত এস সরফুদ্দিন আহমেদ সান্টু পূর্ব ব্যবসা থেকে আয় করা ২৫ লাখ টাকা নির্বাচনী খরচ হিসেবে উল্লেখ করেছেন। বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু, বিএনপির জয়নুল আবেদীন, স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান ও বিকল্প ধারা বাংলাদেশের প্রার্থী এনায়েত কবির ব্যবসা ও নিজস্ব তহবিল থেকে ২৫ লাখ টাকা নির্বাচনী ব্যয় করবেন। এ আসনের বর্তমান সাংসদ ওয়ার্কার্স পার্টির শেখ মোঃ টিপু সুলতান তার সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত আয় ও বাড়ি ভাড়া থেকে পাঁচ লাখ টাকা, শ্যালকের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার, স্বেচ্ছাপ্রণোদিত প্রদত্ত দানের সাড়ে ৩ লাখ টাকা ও স্বজন ব্যতিত ধার ৫০ হাজার টাকা, দলের সহযোগীতা হিসেবে গণচাঁদার এক লাখ টাকা নির্বাচনী ব্যয় করবেন। বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী পঙ্কজ দেবনাথ নিজ ব্যবসার আয় থেকে নির্বাচনী ব্যয় ২৫ লাখ টাকার কথা উল্লেখ করেছেন। মোঃ সাইফুল্লাহ নামের ওই আসনের অপর প্রার্থী শিক্ষকতা থেকে আয়ের ৩লাখ ৬০ হাজার টাকা, বিএনপির প্রার্থী নুরুর রহমান জাহাঙ্গীর ব্যবসা থেকে ১৩ লাখ টাকা এবং ধার ও দেনার ৯ লাখ টাকা নির্বাচনে খরচ করবেন। বরিশাল-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম বাড়ি ভাড়া ও পেনশন থেকে ১০ লাখ টাকা, স্ত্রী ও পুত্রের কাছ থেকে ধার বাবদ ১০ লাখ টাকা এবং এক শুভানুধ্যায়ীর কাছ থেকে ৫ লাখ টাকা নির্বাচনী ব্যয় করবেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার ব্যবসা থেকে ২৫ লাখ টাকা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম নির্বাচনী ব্যয় করবেন দানের টাকায়। বরিশাল-৬ আসনে মহাজোটের প্রার্থী নাসরিন জাহান রতনা আমিন নিজস্ব তহবিল থেকে ১৯ লাখ টাকা এবং ৩ ভাইয়ের কাছ থেকে ধার করেছেন ৬ লাখ টাকা। ওই আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন খান নিজ ব্যবসার ১৫ লাখ টাকা এবং দানের ১০ লাখ টাকা দিয়ে নির্বাচন করছেন। একই আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের নুরুল ইসলাম ও জাতীয় সমাজতান্ত্রিক দলের মোঃ মহসীন নিজ অর্থে নির্বাচনী ব্যয় করবেন।




Archives
Image
বরিশাল শেবামেকে কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিনে সুনসান নীরবতা
Image
আ. লীগের নৈরাজ্য-হরতালের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
Image
শিক্ষার্থীদের ৬ ঘণ্টার আল্টিমেটাম, প্রো-ভিসিসহ ৩ জনকে দায়ী উপাচার্যের
Image
ডাক্তারদের উপঢৌকন বন্ধ হলে ওষুধের দাম কমবে ৩০%
Image
বৌদ্ধ ধর্মীয় উৎসব মাঘী পূর্ণিমা আজ