|
জেপি মঞ্জুর পক্ষে সাবেক এমপি গোলাম ফারুক অভিও ১৪ দলের মনোনয়নপ্রত্যাশী
বরিশালের ৬টি আসনে ভিআইপি প্রার্থীর ছড়াছড়ি
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি এবং ইসলামী আন্দোলন থেকে দলের মনোনয়নপত্র কিনেছেন একাধিক ভিআইপি প্রার্থী। গৌরনদী-আগৈলঝাড়া নিয়ে গঠিত বরিশাল-১ আসনে এবারও আওয়ামী লীগের একক প্রার্থী জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক চিফ হুইপ পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন নিরীক্ষা কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ। এই আসনে বিএনপি থেকে ৪ জন মনোনয়নপত্র জমা দিলেও আলোচনার শীর্ষে আছেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক সংস্কারপন্থি হিসেবে পরিচিত সাবেক এমপি এম জহিরউদ্দিন স্বপন। বিএনপির মনোনয়নপ্রত্যাশী অপর ৩ নেতা জেলা (উত্তর) বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান এবং নির্বাহী কমিটির আরেক সদস্য অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। এদের মধ্যে জহিরউদ্দিন স্বপনের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের মধ্যে ২ বারের এমপি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, সাবেক এমপি মনিরুল ইসলাম মনি, জননেত্রী শেখ হাসিনা পরিষদ কেন্দ্রীয় কমিটি এবং বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি শিল্পপতি ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেন, শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতি ফাইয়াজুল হক রাজু, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহে আলম ভিআইপি হিসেবে পরিচিত। বিএনপির মনোনয়ন দৌড়ে আছেন সাবেক এমপি প্রার্থী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শিক্ষানুরাগী এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু এবং সংস্কারপন্থি নেতা সাবেক হুইপ সৈয়দ শহিদুল হক জামাল। জেপি মঞ্জুর পক্ষে সাবেক এমপি গোলাম ফারুক অভিও ১৪ দলের মনোনয়নপ্রত্যাশী। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ ভিআইপি প্রার্থী দলের দুই ভাইস চেয়ারম্যান সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান এবং ৩ বারের সাবেক এমপি মোশাররফ হোসেন মঙ্গু। এই আসনে আওয়ামী লীগের ভিআইপি প্রার্থী সাবেক অতিরিক্ত সচিব ড. সিরাজউদ্দিন আহম্মেদ। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু এবং ওয়ার্কার্স পার্টির বিদায়ী এমপি শেখ মো. টিপু সুলতান এবারও দলের মনোনয়ন পেয়ে এখন জোটের মনোনয়ন প্রত্যাশা করছেন। বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের ভিআইপি প্রার্থীদের মধ্যে রয়েছেন বিদায়ী এমপি স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পংকজ নাথ এবং আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ। এখানে বিএনপির মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক এমপি উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ এবং ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজিব আহসানসহ কয়েকজন। এ ছাড়া মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীও জাতীয় পার্টির মনোনয়নপত্র জমা দিয়েছেন। মর্যাদাপূর্ণ বরিশাল-৫ (সদর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন বিদায়ী এমপি জেবুন্নেছা আফরোজ, মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সহ-সভাপতি এফবিসিসিআইর পরিচালক ও চেম্বার সভাপতি সাইদুর রহমান রিন্টু, জেলা আওয়ামী লীগ সহসভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এবং বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহম্মেদ বীরবিক্রমসহ আরও কয়েকজন। এখানে বিএনপির মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ বারের সাবেক এমপি, সিটি কর্পোরেশনের প্রথম মেয়র বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, দলের আরেক যুগ্ম মহাসচিব সাবেক এমপি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংরক্ষিত এমপি বিলকিস জাহান শিরিন, সদ্য সাবেক সিটি মেয়র আহসান হাবিব কামাল এবং চেম্বারের সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমও সদর আসনে প্রার্থী হচ্ছেন। জাতীয় পার্টির মনোনয়নপত্র জমা দিয়েছেন সদ্য অনুষ্ঠিত সিটি নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী ব্যবসায়ী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মেজর জেনারেল (অব.) আবদুল হাফিজ মল্লিক এবং বুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ভাইস প্রেসিডেন্ট এস এম মঞ্জুরুল হক মঞ্জু রয়েছেন আলোচনার শীর্ষে।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন
Post Views:
৬৬৫
|
|