প্রত্যেক মসজিদে ১০ কেজি থেকে ২৫ কেজি করে চিড়া, একই পরিমানে মুড়ি, চিনি ও খেঁজুর সরবরাহ
বরিশালের সাড়ে ১৪শ’ মসজিদে ইফতার সামগ্রী বিতরণ
বরিশাল সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৯০টি ওয়ার্ড ও সিটি কর্পোরেশন এলাকার বর্ধিত অংশের ১৪শ’ মসজিদে ইফতার সামগ্রী বিতরণ করেছে এসআর সমাজ কল্যান সংস্থা। সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সালাহ উদ্দিন রিপনের উদ্যোগে রমজানের শুরু থেকে মসজিদে ইফতার সামগ্রী সরবরাহ শুরু করে সংস্থাটি। সংশ্লিষ্ট মসজিদগুলোর ইমাম-মুয়াজ্জিনগণের উপস্থিেিত প্রত্যেক ইউনিয়নে সংস্থার ক্যালেন্ডার ও ইফতার সামগ্রী নিয়ে যাওয়ার জন্য যাতায়াত ভাড়াও প্রদান করা হয়। ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম সংস্থার চেয়ারম্যান সমাজ সেবক সালাহউদ্দিন রিপনসহ সংস্থার কর্মকর্তা ও কর্মীরা এবং সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানগণ পরিচালনা করেন। সংস্থা সূত্রে জানা গেছে, প্রত্যেক মসজিদে ১০ কেজি থেকে ২৫ কেজি করে চিড়া, একই পরিমানে মুড়ি, চিনি ও খেঁজুর সরবরাহ করা হয়। মসজিদে মসজিদে এসব ইফতার সামগ্রী বিতরণকালে স্থানীয় বাসিন্দারা সংস্থার সাফল্য ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সালাহউদ্দিন রিপনের সাফল্য কামনা করেন। সোমবার সকালে ইফতার কার্যক্রমের অংশ হিসেবে রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ৯৪টি মসজিদে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য, এসআর সমাজ কল্যাণ সংস্থা সদর উপজেলার ১০ ইউনিয়ন ও সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের অস্বচ্ছল নারী-পুরুষদের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্য, বাসস্থান, খাদ্যসহ মৌলিক অধিকারগুলো নিশ্চিতকরণে দীর্ঘদিন থেকে অবদান রেখে চলেছে।