শনিবার বাদ আসর নগরীর কয়েকটি এতিমখানায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়
বরিশালের সাহসী সাংবাদিক মুনির হোসেনের মৃত্যুবার্ষিকী পালন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের সাহসী সাংবাদিকতার প্রতিকৃত,অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার অন্যতম পেশাদার সাংবাদিক,সাংস্কৃতিক সংগঠক ও রাজনীতিক মুনির হোসেনের ১১ম মৃত্যুবার্ষিকী পালন।২০০৬ সালের এই দিনে (২৫শে নভেম্বর) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মাত্র ৪২ বছর বয়সে মারা যান।সাংবাদিক মনির হোসেন তাঁর বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনে তিনি বরিশালে বহু সংবাদপত্রে কাজ করেছেন।কলমযোদ্ধা হিসেবে কর্মজীবনের শুরু থেকে শেষ দিন পর্যন্ত তিনি স্বাধীনতার স্বপক্ষে বাঙালী জাতীয়তাবাদকে হৃদয়ে ধারণ করে নানা প্রতিকুলতা কাটিয়ে তিনি সাধারণ মানুষের পক্ষে কাজ করে গেছেন।শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে বরিশালের জাগ্রত জনতার মাঝে ঐক্যের প্রয়াস চালিয়ে গেছে।বরিশালের এক সময়ের বহুল আলোচিত সাপ্তাহিক সংবাদপত্র লোকবানী পত্রিকায় তার সাংবাদিকতা জীবন শুরু হয়েছিলো গত শতাব্দীর ’৮০ দশকে।এরপর বরিশালের প্রথম দৈনিক দক্ষিণাঞ্চল এর প্রথম বার্তা সম্পাদক হিসেব দায়িত্ব পালন করেন।জাতীয় দৈনিক জনতার বরিশাল প্রতিনিধি ছিলেন তিনি।দৈনিক আজকের বার্তার বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন দীর্ঘদিন।বাংলাদেশ টেলিভিশনের বরিশাল প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন।তাঁর সম্পাদিত সাপ্তাহিক ইতিবৃত্ত ম্যাগাজিন বেশ আলোড়ন তুলেছিলো দক্ষিণাঞ্চলে।দীর্ঘদিন বন্ধ থাকার পর পত্রিকাটি আবার প্রকাশ হচ্ছে।সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনেও তার পদচারণা ছিলো সেসময় প্রবল।কবিতা চর্চায়ও তার খ্যাতি ছিলো।বরিশালের নাগরিক অঙ্গনের প্রতিনিধিত্বকারী ২৭ সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।এছাড়া রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় ছিলেন তিনি।জাতীর জনক বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল ছিলেন।আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবকলীগের জেলা সভাপতি ছিলেন।এ জন্য তিনি নিপীড়ন ভোগ করেছেন।তাঁর মৃত্যু দিবস পালন উপলক্ষে দোয়া,কবর জিয়ারত ও মিলাদসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে তাঁর পরিবার।এ উপলক্ষে শনিবার বাদ আসর নগরীর কয়েকটি এতিমখানায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকেগভীর শ্রদ্ধাঞ্জলী।