দুর্নীতিবাজ হিসেবে অবহিত করে মেহেন্দিগঞ্জ বাজারে সর্বত্র পোস্টার
বরিশালের সাংসদ পঙ্কজ দেবনাথ আসলেই কি খুনি নাকি অপপ্রচার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের মেহেন্দিগঞ্জ হিজলা আসনের সাংসদ পঙ্কজ দেবনাথকে নিজ এলাকায় অবাঞ্চিত ঘোষণার পরে এবার খুনি বলে আখ্যায়িত করতে চাইছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরাগভাজন অপর একটি গ্রুপ এই সাংসদকে দুর্নীতিবাজ হিসেবে অবহিত করে মেহেন্দিগঞ্জ বাজারে সর্বত্র পোস্টার সাটিয়েছে। একাধিক ব্যক্তির রক্তাক্ত ছবি সংবলিত ওই পোস্টারে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকে খুনি বলা হয়েছে। এমনকি তার হাস্যজ্জল ছবিও তুলে ধরে আওয়ামী লীগ নিধনকারী হিসেবে অবহিত করে বহিস্কার দাবি করা হয়। ফলে সাংসদ পঙ্কজ কি আসলেই খুনি এমন একটি প্রশ্ন সর্বত্র আলোচনা সমালোচনার খোরাক জুগিয়েছে। যদিও ওই পোস্টারটি মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট থানা আ’লীগের নেতা-কর্মীদের পক্ষ থেকে সাটানোর দাবি করা হলেও কারও নাম উল্লেখ করা হয়নি। স্থানীয় একাধিক ব্যক্তির সাথে আলাপচারিতায় নিশ্চিত হওয়া গেছে সোমবার গভীর রাতে যে কোন এক সময়ে বিরোধীরা পোস্টারটি সাটিয়েছে। কিন্তু কারা সাটিয়েছে সেই বিষয়টি কেউ নিশ্চিত করতে পারেনি। তবে এই ঘটনায় পঙ্কজ অনুসারীরা পুরোপুরি জাতীয় পার্টির সাবেক সাংসদ বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান মইদুলের লোকজনকে দায়ি করেছেন। এই বিষয়ে জানতে সাংসদ পঙ্কজ দেবনাথের মুঠোফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি। তবে মেহেন্দিগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) শাহ জালাল বলেন, বিষয়টি তাদের নজরে আসেনি। তাছাড়া কেউ অভিযোগও করেনি। তারপরেও খোঁজখবর নিয়ে দেখবেন।