প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের ক্যান্টিন দখল, জানে না কর্তৃপক্ষ
Thursday November 16, 2023 , 5:19 pm
ছাত্রছাত্রীদের চাহিদার প্রেক্ষিতে ক্যান্টিন চালু করার উদ্যোগ নিয়েছি-নুরুল আম্বিয়া বাবু
বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের ক্যান্টিন দখল, জানে না কর্তৃপক্ষ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দীর্ঘদিন তালাবদ্ধ অবস্থায় পড়ে থাকা বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের ক্যান্টিন বা ক্যাফেটেরিয়া দখলে নিয়েছে ছাত্রলীগের একটি অংশ। গত সোমবার রাতে তালা ভেঙে ক্যান্টিন দখলে নেন বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক পরিবহন সম্পাদক নুরুল আম্বিয়া বাবু। তবে তালা ভেঙে ক্যান্টিন দখলে নেয়ার বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কোন অনুমতি নেয়া হয়নি বলে দাবি কর্তৃপক্ষের। অবশ্য দীর্ঘ বছর পর তালা ভেঙে ক্যান্টিন দখল দিলেও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা যায়নি। বরং তারা ক্যান্টিনটি দ্রুত চালু করার দাবি জানান। কলেজটির একাধিক শিক্ষার্থী জানান, গত ২-৩ বছর ধরে তারা বিএম কলেজে অধ্যায়ন করলেও ক্যান্টিন চালু অবস্থায় পাননি। ক্যান্টিন যারা নিয়ন্ত্রণ করতেন তারা ছাত্রলীগের অপর একটি অংশ। অজ্ঞাত কারণে দীর্ঘদিন ধরে তারা ক্যান্টিনের কার্যক্রম বন্ধ রাখে। এখন যেহেতু তালা ভেঙে দখল হয়েছেই, তাই অতি দ্রুত ক্যান্টিনটি চালু করার দাবি জানান তারা। এ বিষয়ে বাকসুর সাবেক পরিবহন বিষয়ক সম্পাদক নুরুল আম্বিয়া বাবু বলেন, কলেজের ছাত্রছাত্রীদের চাহিদার প্রেক্ষিতে আমি ক্যান্টিন চালু করার উদ্যোগ নিয়েছি। তবে তালা আমি ভাঙিনি। কে বা কারা ভেঙেছে তা জানা নেই। শীঘ্রই কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে ক্যান্টিন চালু করা হবে। এ ব্যাপারে বিএম কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক কাইয়ুম উদ্দিন আহম্মেদ বলেন, কেউ আমাদের কাছ থেকে ক্যান্টিন ইজারা নেয়নি। তবে শুনেছি কারা যেন ক্যান্টিনের তালা ভেঙেছে। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।