Current Bangladesh Time
সোমবার জানুয়ারি ২০, ২০২৫ ৭:১২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের সব নির্বাচনী এলাকায় স্কুল ভবন নির্মান হচ্ছে 
Tuesday January 16, 2018 , 8:03 pm
Print this E-mail this

ব্যয় হবে ১০ হাজার ৬৪৯ কোটি টাকার বেশি

বরিশালের সব নির্বাচনী এলাকায় স্কুল ভবন নির্মান হচ্ছে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিভাগের প্রতিটি সংসদীয় নির্বাচনী এলাকায় ১০টি করে মাধ্যমিক বিদ্যালয়ে ভবন নির্মাণ অনুমোদন দিয়েছে সরকার। একই সাথে সারা দেশে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর জন্য ব্যয় হবে ১০ হাজার ৬৪৯ কোটি টাকার বেশি। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প’ শীর্ষক এ সংক্রান্ত এক প্রকল্প অনুমোদিত হয়েছে। রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, প্রকল্পটি পুরোটাই জিওবি। এটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদফতর কর্তৃক বাস্তবায়িত হবে। প্রকল্পটি চলতি বছরের জুন থেকে ২০২০ পর্যন্ত মেয়াদকালে বাস্তবায়িত হবে। এ প্রকল্পের মাধ্যমে ৩০০০টি মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনসহ অন্যান্য ভবন নির্মাণ এবং ৩০০০টি শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র সরবরাহ করা হবে। মুস্তফা কামাল বলেন, এর মাধ্যমে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বর্ধিত চাহিদা পূরণ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা সম্ভব হবে।




Archives
Image
বরিশালে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু
Image
অন্তর্বর্তী সরকারের প্রতি মার্কিন সমর্থন অব্যাহত থাকবে
Image
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে চিঠি দেবে দুদক
Image
সীমান্তে বিজিবিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমতি
Image
শিগগির ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা