|
সাহসী সাংবাদিক লিটন বাশার ৪৫ বছর বয়সে যা অর্জন করেছিলেন পরিণত বয়সে একজন সাংবাদিক তা অর্জন করতে পারবেন না
বরিশালের লিটন বাশার বেঁচে থাকবেন তাঁর কর্মযজ্ঞে
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : লিটন বাশার ছিলেন একজন সত ও সাহসী সাংবাদিক।বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে তিনি পাঠকের মনে স্থান করে নিয়েছিলেন।মানুষ তাঁকে কোনদিন ভুলবে না।তাঁর কাজই তাঁকে চিরদিন মানুষের মাঝে বাঁচিয়ে রাখবে।সাহসী সাংবাদিক লিটন বাশার ৪৫ বছর বয়সে যা অর্জন করেছিলেন পরিণত বয়সে একজন সাংবাদিক তা অর্জন করতে পারবেন না। পরিশ্রম, সত সাহস ও মেধাই তাঁকে এই উচ্চ স্থানে পৌঁছে দিয়েছে। এ কারনেই আজ মানুষ তাঁকে এত শ্রদ্ধা ভওে স্মরণ করে।লিটন বাশারের পিতা আব্দুল কাদের হাওলাদার অশ্রুসিক্ত কন্ঠে বলেন,‘সন্তানের লাশ বহন করা যে কত কঠিন তা আমি উপলব্ধি করেছি।’তিনি আরো বলেন,‘বিভিন্ন প্রতিকূল সময়ে তাকে সাংবাদিকতা পেশা ছেড়ে দিতে বললেও লিটন এ পেশা ছাড়েনি।’লিটন বাশার ছিলেন বরিশাল শহরে একজন সাংবাদিক নেতা,তাঁর গুনের কথা লিখে কোনদিনই শেষ করা সম্ভব নয়।তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান, বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দখিনের মুখ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। উল্লেখ্য, কাউকে কিছু না বলইে গত ২৭ জুন’১৭ নিয়তির ডাকে হঠাত করেই তিনি চলে যান অনেক দূরে,বহু দূরে,না ফেরার দেশে,যেখান থেকে কেউ আর ফিরে আসেনি কখনও।তিনি ছিলেন,এক দুর্দান্ত রসিক,খাঁটি প্রতিবাদী, পরোপকারী,নীতিবান সংগঠক,রাজপথে সাংবাদিকদের দাবি কিংবা নির্যাতনের প্রতিবাদের একমাত্র প্রাণ,উদারমনা এবং সর্বোপরী একজন সাহসী সাংবাদিক।
আল্লাহ্ যেন তাঁকে জান্নাত বাসী করেন।আমিন।
বরিশাল মুক্তখবর পরিবারের-এর পক্ষ থেকে লিটন বাশারকে বিনম্র শ্রদ্ধা।
Post Views:
৩৮৬
|
|