|
বেশ কয়েকটি সফল প্রকল্পের পরিদর্শন করেন, ইন্টার ন্যাশনাল ফার্টিলাইজার ডেভেলপমেন্ট সেন্টার (এশিয়া) ডেপুটি ডাইরেক্টটর ইসরাত জাহান
বরিশালের রহমতপুর আঞ্চলিক গবেষণা কেন্দ্রের প্রকল্প পরিদর্শন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর আঞ্চলিক গবেষণা কেন্দ্রের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন ইন্টার ন্যাশনাল ফার্টিলাইজার ডেভেলপমেন্ট সেন্টার (এশিয়া) ডেপুটি ডাইরেক্টটর ইসরাত জাহান।তিনি মঙ্গলবার সকাল ১১ টায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের গুটি ইউরিয়া তৈরি,এর ব্যবহার,পরীক্ষা মূলকভাবে উৎপাদিত বিভিন্ন প্রকার সরজান পদ্ধতিতে সবজি,ফল ও মাছের চাষ,ভাসমান সবজি ও ফল চাষ,ছাদ কৃষিসহ বেশ কয়েকটি সফল প্রকল্পের পরিদর্শন করেন।এ সময় উপস্তিত ছিলেন রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুল ওহাব,ইন্টার ন্যাশনাল ফার্টিলাইজার ডেভেলপমেন্ট সেন্টার’র প্রজেক্ট ম্যানেজার,সৈয়দ আফজাল মাহামুদ হোসাইন,জেন্ডার স্পেসালাইটিষ্ট মাহামুদা আক্তার খান।অনুষ্ঠিত কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ সালেহ্ উদ্দিন,বৈজ্ঞানিক কর্মকর্তা মোস্তাক আহম্মেদ,অঞ্জন কুমার দাস,রাশেদুল ইসলাম,রমিজ উদ্দিন প্রমূখ।
Post Views:
১০৩
|
|