|
বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের
বরিশালের যুবলীগ নেতা টিটু হত্যা
বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক টিটু হাওলাদার (৩৫) হত্যার আলোচিত মামলাটি সংশ্লিষ্ট থানাকে এজাহার হিসেবে গ্রহণের আদেশ দিয়েছে আদালত। মামলায় বিএনপি’র ৬জন নেতার নাম উল্লেখ করে আরও ৫জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের আদেশের কপি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন উজিরপুর মডেল থানার ওসি গোলাম সরোয়ার। দায়েরকৃত মামলার আসামিরা হলেন, উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহবুব আলম গোমস্তা, বিএনপি নেতা সিদ্দিক আকন, মাইনুল হাওলাদার, লিটন সিকদার, মোঃ জলিল ও গড়িয়াগাভা এলাকার যুবদল নেতা জসিম সিকদার। বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার শেষকার্য দিবসে নিহত যুবলীগ নেতা টিটু হাওলাদারের পিতা আব্দুল মালেক হাওলাদার বাদি হয়ে দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, বামরাইল ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ টিটু হাওলাদারের কাছে আসামিরা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলো। ওই টাকা না দেয়ায় তাকে (টিটু) প্রাণনাশের হুমকি দেয়া হয়। তারই ধারাবাহিকতায় গত ১৪ অক্টোবর সন্ধ্যায় আসামিরা মোটরসাইকেলযোগে টিটু হাওলাদারকে বাড়ি থেকে জোর পূর্বক তুলে নিয়ে যায়। পরে তারা টিটুকে গড়িয়াগাভা চৌমোহনী স্টীল ব্রীজের দক্ষিণ পার্শ্বে নিয়ে চাপাতি দিয়ে এলোপাথারীভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরবর্তীতে টিটু হাওলাদার সড়ক দুর্ঘটনায় মারা গেলে বলে এলাকায় প্রচার করে। খবর পেয়ে ওইদিন রাত আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিএনপি নেতা মাহাবুব গোমস্তার মোটরসাইকেলের ওপর থেকে যুবলীগ নেতা টিটুর রক্তাক্ত লাশ উদ্ধার করে।
শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক
Post Views:
৮৪
|
|