|
থানায় কেহ অভিযোগ করেনি, অভিযোগ নিয়ে আসলে তার আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে
বরিশালের মেহেন্দিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা, আহত ১০
নিজস্ব প্রতিবেদক : বরিশালের মেহেন্দিগঞ্জের বন্দরে বিএনপি সাবেক সংসদ মেজবা উদ্দিন ফরহাদের ঈদ পূর্ণমিলনী শুভেচ্ছা অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর সংসদ পংকজ দেবনাথের অনুসারী স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমীকলীগের সন্ত্রাসীদের তিন দফা হামলা চালিয়ে বিএনপিও দলীয় অঙ্গ সংগঠনের দশ নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। আহতরা হচ্ছেন, চর একোরিয়া ইউনিয়নের বিএনপি সম্পাদক কানন তালুকদার, জাঙ্গালিয়া ইউনিয়ন যুবদল সভাপতি মিজান গাজি, গবিন্দপুর ইউনিয়ন যুবদল সভাপতি মিজান মাঝি, মেহেন্দিগঞ্জ পৌর কৃষকদল সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ হোসেন গাজী, জাঙ্গালিয়া ইউনিয়ন যুবদল সম্পাদক সবুজ, চর গোপালপুর ইউনিয়ন যুবদল সম্পাদক সাহাবুদ্দিন হাওলাদার, চরগোপালপুর ইউনিয়ন ছাত্রদল নেতা জাহিদ, চর একোরিয়া ছাত্রদল সাংগঠনিক সম্পাদক মাসুম গোলদারকে পিটিয়ে আহত করেছে। আহতদের গুরুতর অবস্থায় ঐ দিনই তিনজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে পাতারহাট বন্দরে থাকা মেহেন্দিগঞ্জ-হিজলা সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য, বরিশাল উত্তর জেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য মেজবা উদ্দিন ফরহাদ তার বাসভবনের বসে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ পূর্ণমিলনী ও শুভেচ্ছ মতবিনিময় করেন। বেলা সাড়ে ১২টার দিকে দলীয় নেতাকর্মীরা যার যার মত করে নিজেদের নদী মাত্রিক এলাকার ইউনিয়নে ফিরে যাবার পথে স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমীকলীগের সন্ত্রাসী সদস্যরা পাতারহাট বন্দরের তেমহোনী চত্বর, পৌরভবন ও বন্দর লঞ্চঘাটে তিন দফা হামলা চালিয়ে বিএনপি নেতা-কর্মীদের পিটিয়ে আহত করে। এ হামলার বিষয়টি নিশ্চিত করেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান মুক্তা। হামলার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও বরিশাল উত্তর জেলা বিএনপি সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ অভিযোগ করে বলেন, বিএনপির দলীয় নেতাকর্মীরা শান্তিপূর্ণ ঈদ শুভেচ্ছা অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে যাবার পথে সংসদ সদস্য পংকজ দেবনাথের অনুগত সন্ত্রাসীরা প্রশাসনের ছত্রছায়ায় থেকে এই ন্যাক্কারজনক হামলা চালিয়ে তার দলের নেতা কর্মীদের আহত করে। এ ঘটনায় তিনি তিব্র নিন্দা ও হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে দাবী জানান। এব্যাপারে মেহেন্দিগঞ্জ থানা ইনচার্জ অফিসার শাহিন খানের সাথে তার মুঠো ফেনে যোগাযোগ করা হলে তিনি বলেন, থানা এলাকার ভিতর কোন ধরণের হামলার ঘটনা ঘটেছে তার কাছে এধরণের কোন সংবাদ নেই। এছাড়া থানায় এ বিষয়ে কেহ অভিযোগ করেনি, কেহ অভিযোগ নিয়ে আসলে তার আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।
Post Views:
১,২২৪
|
|