Current Bangladesh Time
বুধবার ডিসেম্বর ১১, ২০২৪ ৫:২৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের মুলাদীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত 
Saturday November 9, 2024 , 4:19 pm
Print this E-mail this

আহত আরেক আরোহীকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি

বরিশালের মুলাদীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের মুলাদীতে সড়ক দুর্ঘটনা দুই বন্ধু নিহত হয়েছেন। গুরুতর আহত মোটরসাইকেলের আরেক আরোহীকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম। শনিবার (নভেম্বর ৯) বিকেলে তিনি জানান, শুক্রবার (নভেম্বর ৮) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটলেও পরিবার বা হাসপাতাল থেকে পুলিশকে বিষয়টি জানানো হয়নি। তবে তারা নিজস্ব মাধ্যমে শনিবার বিষয়টি নিশ্চিত হয়েছেন। ওসি বলেন, প্রাথমিকভাবে যেটুকু জানাতে পেরেছি তাতে তিনজন মিলে একটি মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছিলেন। মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের নোমরহাট বাজার সংলগ্ন একটি ব্রিজের কাছে পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক এবং সড়কের পাশে থাকা কবরস্থানের দেয়ালে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত বাকি দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। অপর আরেকজন আহত ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় স্বপন তার দুই বন্ধু কাওসার ও নাইমকে নিয়ে মোটরসাইকেলে নোমরহাট বাজারে যাচ্ছিল। বাজারের কাছে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে কবরস্থানের দেয়ালের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে ঘটনাস্থলেই স্বপন ভূঁইয়ার (৩০) মৃত্যু হয়। মোটরসাইকেলের বাকি দুই আরোহীসহ মো: লোকমান চৌকিদার (৬২) ও কাওসার হোসেন (২৫) গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটবর্তী পল্লি চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। তবে আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাদের ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে রাত ১১টার দিকে কাওসার হোসেনের মৃত্যু হয়। লোকমান চৌকিদারকে শনিবার ভোরে ঢাকার জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন (পঙ্গু) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে চরকালেখান ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা স্বপন ভূঁইয়া (৩০) ও কাওসার হোসেন (২৫)। তারা উভয়েই পেশায় অটোরিকশাচালক ছিলেন।




Archives
Image
কলকাতা-আগরতলার মিশনপ্রধানদের ঢাকায় আনার বিষয়ে যা জানা যাচ্ছে
Image
বরিশালে লঞ্চের কেবিন থেকে যাত্রীর ৮টি পাসপোর্ট-ডলার উধাও
Image
নিখোঁজ যুবকের নম্বর থেকে টাকা চেয়ে মায়ের কাছে ফোন, পুলিশ বলছে সিম ক্লোন
Image
ভারতীয়দের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ
Image
বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়াচ্ছে ভারতের ৪৯ গণমাধ্যম : রিউমর স্ক্যানার