মুক্তখবর ডেস্ক রিপোর্ট : স্থানীয়, জাতীয় ও অনলাইন পোর্টাল নিউজে গত ২০ মে “বরিশালে স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন” শিরোনামে সংবাদ প্রকাশের পর টনগ নড়েছে প্রশাসনের। প্রকাশিত সংবাদের ভিত্তিতে ওইদিন (রবিবার সন্ধ্যায়) মাদকাসক্ত পাষন্ড স্বামী আলামিন সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। গৌরনদী মডেল থানার ওসি মুনিরুল ইসলাম জানান, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে রবিবার দিনভর অভিযান চালিয়ে সন্ধ্যায় থানার এসআই মুজাহিদ গোপন সংবাদের ভিত্তিতে আলামিনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় গৃহবধূ সাথী বেগমের মা ফোকরোন নেছা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। সূত্রমতে, শুক্রবার রাতে দাম্পত্য কলহের জেরধরে গৌরনদী পৌর এলাকার কাছেমাবাদ মহল্লার বাসিন্দা মান্নান শিকদারের মাদকাসক্ত পুত্র আলামিন শিকদার তার প্রথম স্ত্রী সাথী বেগমকে অমানুষিক নির্যাতনের পর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় এক সন্তানের জননী সাথী বেগমকে উদ্ধার করে প্রথমে গৌরনদী ও পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। উজিরপুর পৌর এলাকার ৬নং ওয়ার্ডের খেয়াঘাট সংলগ্ন এলাকার বাসিন্দা গৃহবধূ সাথী বেগমের মা ফোকরোন নেছা জানান, শেবাচিমে চিকিৎসাধীন তার মেয়ে সাথী বেগমের অবস্থার অবনিত হলে রবিবার রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়।