Current Bangladesh Time
সোমবার অক্টোবর ৭, ২০২৪ ৮:১৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের বুদ্ধি প্রতিবন্ধী আঁখি সেইভ হোম থেকে নিজ বাড়িতে ফিরে যেতে চায় 
Sunday August 6, 2017 , 3:47 pm
Print this E-mail this

পুলিশ হন্য হয়ে খুঁজে বেড়ালেও সন্ধান পাচ্ছে না বাড়ি-ঘর আর ওর বাবা-মার পরিচয়

বরিশালের বুদ্ধি প্রতিবন্ধী আঁখি সেইভ হোম থেকে নিজ বাড়িতে ফিরে যেতে চায়


শামীম আহমেদ : বরিশাল নগরীর বাস ষ্ঠান্ড থেকে এলোমেলে অবস্থায় উদ্বার করা বুদ্ধি প্রতিবন্ধী আঁখি (১৮)-কে।সে তার নিজ বাড়িতে ফিরে যেতে চায়।আঁখির দেয়া তথ্য মতে পুলিশ হন্য হয়ে খুঁজে বেড়ালেও সন্ধান পাচ্ছে না বাড়ি-ঘর আর ওর বাবা-মার পরিচয়।তাহলে কি শেষ পর্যন্ত আদালতের মাধ্যমে স্থান পাওয়া সেইভ হোমের বাসিন্দা হয়ে বসবাস করতে হবে আঁখিকে?এয়ারপোর্ট থানার তথ্য মতে, গত ২৭ই মার্চ এয়ারপোর্ট থানার এস আই ফখরউদ্দিন কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টারমিনাল এলাকায় দায়ীত্ব পালন কালে রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে আঁখি (১৮)-কে এলো মেলোভাবে ঘোরা-ফেরা করতে দেখে জিঞ্জাসাবাদ করে আঁখির কথা সুস্থ মানসিকতা না থাকায় আঁখির নিরপত্তার কথা ভেবে রাতেই পুলিশ হেফাজতে নেয়া হয়।এ ঘটনায় এস আই ফখরউদ্দিন থানায় একটি সাধারন ডায়েরী করেন, যার নং ৯৩৯,তারিখ ২৮-৩-২০১৭ইং।২৮ই মার্চ কোতয়ালী মডেল থানাধীন ভিকটিম সাপোর্ট সেন্টারে বুদ্ধি প্রতিবন্ধী আঁখিকে হস্তান্তর করা হয়।ভিকটিম সাপোর্ট সেন্টার কর্তৃপক্ষ আঁখির দেয়া তথ্য মতে, আঁখি (১৮), পিতা: আয়নাল, মাতা: শাহিনা, সাং: মান্ডুরা, থানা ও জেলা: গাইবান্দা।ভিকটিম সাপোর্ট সেন্টার কর্তৃপক্ষ সেই তথ্য নিয়ে আঁখির পরিবারের সন্ধানে গেলে সেখানে গিয়ে তথ্যের সাথে কোন মিল না থাকায় ফিরে আসতে হয়।পরবর্তীতে ভিকটিম সাপোর্ট সেন্টার পুলিশ প্রশাসন আঁখিকে নিয়ে আদালতের দারস্থ হয়।বরিশাল মেট্রোপলিটন মেজিস্ট্রেট আমলী আদালত (৩)-এর বিচারক শামীম আহমেদ আঁখিকে সেইভ হোমে প্রেরনের নির্দেশ প্রদান করে এবং সেই সাথে আঁখি সংক্রান্ত বিষয়ে পত্রিকায় সংবাদ প্রচার করার জন্য নির্দেশ প্রদান করে।অন্যদিকে রাস্তা থেকে উদ্বার করে নেয়া বুদ্ধি প্রতিবন্ধী আঁখির পরিবারে সন্ধান বের করার জন্য এস আই ফখরউদ্দিন দেশের বিভিন্ন স্থানে থাকা থানায় যোগাযোগ রক্ষা করে সময় পার করছেন।আঁখির সন্ধানের কাজে সময় ব্যায় করতে গিয়ে থানার অন্য মামলা সংক্রান্ত কাজও ব্যাহত হচ্ছে।সেই ফখরউদ্দিনের মনে জেগে উঠেছে মনের বিবেক বলছে, তাহলে বুদ্ধি প্রতিবন্ধী আঁখি কি ফিরে পাবেনা তার মা-বাবাকে?ইতি মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবি প্রকাশ করা হলেও আশানুরুপ কোন সাড়া পাওয়া যাচ্ছেনা।অপর দিকে বুদ্ধি প্রতিবন্ধী আঁখি ফিরে যেতে চায় তার মা-বাবার কাছে।

 

 




Archives
Image
দুর্গাপূজায় স্কুল-কলেজ বন্ধ টানা ১১ দিন, অফিস ৩ দিন
Image
গ্রাহককে পিটিয়ে রক্তাক্ত, স্টার কাবাবের ম্যানেজারসহ গ্রেপ্তার ১১
Image
বরিশালে অফিস কক্ষ থেকে ভূমি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার!
Image
বরিশালে সিটি কর্পোরেশন এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ভরাট ও উত্তোলন
Image
কারসাজি করে বাড়ানো হয়েছে ডিমের দাম