নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন – এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস
বরিশালের বিলাঞ্চলে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন
শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : বরিশাল জেলার উজিরপুর উপজেলার প্রত্যন্ত বিলাঞ্চল পশ্চিম সাতলা গ্রামের ৪৩৮টি বসত ঘরে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের প্যানেল স্পীকার এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।শনিবার সন্ধ্যায় পশ্চিম সাতলা মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সাতলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল,বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর প্রধান প্রকৌশলী হেম চন্দ্র বৈদ্য,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন,বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাওলাদ হোসেন ছানা।বক্তব্য রাখেন,সাতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক মাষ্টার,সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস সরদার প্রমুখ।সভার শুরুতে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।