|
পুলিশ নিশ্চিত হয়ে ছাদিমকে আটক করে, বিষয়টি তদন্ত পূর্বক আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ
বরিশালের বানারীপাড়ায় ফেসবুকে অশালীন মন্তব্য, ছাত্রদল কর্মী আটক
মোঃ আনিছুর রহমান মিলন : বরিশালের বানারীপাড়ায় ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আ’লীগের সাধারন সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়, ১৫ আগস্ট, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল সহ বুদ্ধিজীবীদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করে পোষ্ট করার অভিযোগে ছাত্রদল কর্মী ছাদিম হাওলাদারকে (২৮) আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার খেজুরবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। ছাদিম উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বাসার খেজুরবাড়ি গ্রামের ফারুক হাওলাদারের ছেলে। সে নিজেকে জাজ মাল্টি মিডিয়ার অপারেটর হিসেবে দাবী করেন। জানা গেছে গত কয়েকদিন ধরে ছাদিম হাওলাদার তার ব্যক্তিগত ফেসবুক আইডি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সজিব ওয়াজেদ জয়, ওবায়দুল কাদের, ১৫ আগষ্ট, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও বুদ্ধিজীবীদের নিয়ে বিভিন্ন রকম অশালিন আপত্তিকর মন্তব্য করে পোষ্ট করে ছড়িয়ে দেয়। শনিবার বিকেলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফোরকান আলী হাওলাদার ও পৌর ছাত্রলীগের সম্পাদক সজল চৌধুরী বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ নিশ্চিত হয়ে ছাদিমকে আটক করে। এ ঘটনায় পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমীন রাসেল মাল বাদী হয়ে তথ্য ও প্রযুক্তি আইনে থানায় একটি মামলা দায়ের করেন। ওসি মোঃ খলিলুর রহমান জানান বিষয়টি তদন্ত পূর্বক আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Post Views:
১,০৭৫
|
|