Current Bangladesh Time
মঙ্গলবার মার্চ ২৫, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের বানারীপাড়ায় জনবহুল রাস্তায় চরম জনদূর্ভোগ 
Friday September 7, 2018 , 4:20 pm
Print this E-mail this

অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাটি সংস্কারে খুব শিগগিরই দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে

বরিশালের বানারীপাড়ায় জনবহুল রাস্তায় চরম জনদূর্ভোগ


মোঃ আনিছুর রহমান মিলন : বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের আহম্মদাবাদ বেতাল গ্রামের জনগুরুত্বপূর্ণ একটি কর্দমাক্ত রাস্তা চরম জনদূর্ভোগের সৃষ্টি হয়েছে। বেতাল গ্রামের ঈদ গাঁহ মাঠ থেকে মল্লিক বাড়ি হয়ে মানিক মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার কাঁচা মাটির রাস্তায় চলতি বর্ষা মৌসুমে কাঁদার সৃষ্টি হওয়ায় এলাকাবাসীর চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। ওই এলাকার আলিম মাদ্রাসা ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, দুটি মসজিদের মুসল্লী, শিশু ও বৃদ্ধজন এবং বিশেষ করে প্রসূতি রোগীদের ওই রাস্তা দিয়ে চলাচল করতে দূর্ভোগের যেন অন্ত নেই। যানবাহন তো দূরের কথা প্রতি বছর বর্ষা মৌসুমে কর্দমাক্ত ওই রাস্তায় মানুষ চলাচলই দায় হয়ে পড়ে। স্থানীয়রা জানান প্রায় ৩০ বছর ধরে এ রাস্তায় তারা এভাবে দূর্ভোগের মাঝে চলাচল করছেন। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বার বার আবেদন নিবেদন করার পরেও রাস্তাটিতে ইট বিছানো কিংবা পাকাকরণে কোন ভূমিকা নেওয়া হচ্ছে না বলে এলাকাবাসী অভিযোগ করেন। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা জানান, অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাটি সংস্কারে খুব শিগগিরই দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।




Archives
Image
জীবিত অবস্থায় জাতীয় পুরস্কার দিতে চায় সরকার : প্রধান উপদেষ্টা
Image
জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : স্বরাষ্ট্রসচিব
Image
অপহরণের পর মুক্তিপণ আদায়ের চেষ্টা করা ৫ পুলিশ বরখাস্ত
Image
মার্কা দেখে নয়, মানুষ কাজ দেখে ভোট দেবে : সারজিস আলম
Image
হার্ট অ্যাটাক করেছেন তামিম, আছেন লাইফ সাপোর্টে