মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি খাল, বিল, সবুজ বৃক্ষ আর পাহাড় পর্বতের দেশ সোনার বাংলাদেশ। সবুজ বৃক্ষরাজির মধ্যে হিজল একটি অতি পরিচিত গাছ। নদী-নালা-খাল-বিল আর পুকুর পাড়েই এদের বেশী চোখে পড়ে। হিজল ফুলের সৌন্দর্য সহজেই মানুষকে মুগ্ধ করে। ফুলের আকৃতি কিছুটা বকুল ফুলের মতো কিন্তু নরম। বর্ষাকালে পানিতে ভাসমান হিজল ফুল সকলের দৃষ্টি কাড়ে। ছোট্টবেলায় হিজল ফুলের মালা গাঁথার সেই অনুভূতি আজও হৃদয়কে আন্দোলিত করে। এর ফলগুলো অনেকটা কামরাঙার মতো। কিন্তু আমাদের সেই চিরচেনা হিজল গাছ কালের পরিক্রমায় হারিয়ে যাচ্ছে। বর্তমানে এ গাছ তেমন একটা চোখে পড়েনা। এদের সংরক্ষণ করা প্রয়োজন। বানারীপাড়া পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী বানারীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশন (পাইলট) স্কুলের মাঠের উত্তর-পশ্চিম কোণে প্রধান সড়কের পাশে শতবর্ষের ঐতিহ্য বহন করে বীর দর্পে মাথা উঁচু করে কালের সাক্ষী হয়ে দাড়িয়ে থেকে আজও সকলের মনে মুগ্ধতা ছড়ায়।