Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ১৫, ২০২৪ ১:৩১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের বানারীপাড়ায় আদালতের আদেশ অমান্য করে ইমারত নির্মাণের অভিযোগ! 
Monday September 10, 2018 , 6:20 pm
Print this E-mail this

এদিকে নাদিরা আলম গং’রা দাবী করছেন তারা বিরোধীয় নয়, নিজেদের সম্পত্তিতে কাজ করছেন

বরিশালের বানারীপাড়ায় আদালতের আদেশ অমান্য করে ইমারত নির্মাণের অভিযোগ!


Exif_JPEG_420

মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বানারীপাড়ায় আদালতের আদেশ অমান্য করে সম্পত্তি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারীপাড়া গ্রামের মৌজা চৌয়ারীপাড়া, জেএলনং-৭২, এসএ খতিয়াননং-১৫, দাগনং-৬২৬’র মোট জমির পরিমান ২৩ শতাংশ। ওই সম্পত্তির মূল মালিক মৃত আজাহার আলী খান, আসমত আলী খান ও আতব আলী খান। এর মধ্য থেকে আতব আলী খানের মেঝ ছেলে মতিউর রহমান খান দাবী করেন, ২৩ শতাংশ সম্পত্তিই তার চাচা আজাহার আলী খানের ওয়ারীশ গং’রা জবর দখল করে রেখেছে। যার ফলে ওই সম্পত্তি নিয়ে দীর্ঘদিন পর্যন্ত বিরোধ চলে আসছে। সেমতে ওই সম্পত্তিতে শান্তি শৃংঙ্খলা বজায় রাখার জন্য নাদিরা আলম (৬৫) বরিশাল বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১২ আগস্ট ফৌঃ কাঃ বিধি আইনের ১৪৪/৪৫ ধারা মতে মো. মাহফুজুর রহমান লিটন, মোসা.সেলিনা কনা ও মতিউর রহমান এই ৩ জনকে বিবাদী করে এম, পি কেস নং-১০৪ দায়ের করেন। পরবর্তীতে ৬ সেপ্টেম্বর মতিউর রহমান বাদী হয়ে মো. সাইফুল আলম, নাজনিন নাহার লিনা, মো. ফয়সাল আম্মেদ শুভ, মো. সুমন খান, মো. আবির খান ও নাদিরা আলম এই ৭ জনকে বিবাদী করে একই ধারায় এম, পি কেস নং-১১১ দায়ের করেন। নাদিরা আলমের দায়ের করা মামলায় বিজ্ঞ আদালত ২০১৯ সালের ৬ জানুয়ারী ও মতিউর রহমানের দায়ের করা মামলায় একই বছরের ২৩ জানুয়ারী পরবর্তী তারিখ ধার্য করেন এবং বিরোধীয় তফসিল বর্ণিত সম্পত্তিতে শান্তি শৃংঙ্খলা বজায় রাখার জন্য বানারীপাড়া থানাকে আদেশ প্রদান করেন। মতিউর রহমান খান জানান, নাদিরা বেগমের মামলা দায়েরের পরে ১৬ আগস্ট বানারীপাড়া থানার এএসআই মো. রুহুল আমিন স্বাক্ষরিত একটি নোটিশ ও ৮ সেপ্টেম্বর এস আই মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত অপর একটি নোটিশে উভয় পক্ষকে নিজনিজ অবস্থানে থাকা এবং বিজ্ঞ আদালত থেকে সূত্রে বর্ণিত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শান্তি শৃংঙ্খলা বজায় রাখারও আদেশ প্রদান করেন। ওই নোটিশে আরও বলা হয় আদেশ অমান্য কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে। মতিউর রহমান খান আরও জানান, বিজ্ঞ আদালত ও থানার আদেশ অমান্য করে এলাকার দখলদার ও দাঙ্গাবাজ প্রকৃতির বিবাদীরা সন্ত্রাসী কায়দায় ওই সম্পত্তিতে পাকা ইমারত নির্মাণ করছে। যা আইন শৃংঙ্খলা ভঙ্গের সামিল। এমতবস্থায় মতিউর রহমান গং’রা বাধা প্রদান করিলে রক্তপাতের সমূহ সম্ভাবনা দেখা দিতে পারে। তবে তারা দেশের প্রচলিত সকল আইন মেনে ওই সম্পত্তির কাছে গিয়ে ইমারত নিমার্ণ কাজে কোন প্রকার বাধা সৃষ্টি না করে সাংবাদিকদের মাধ্যমে পত্রিকায় প্রকাশ করে আইনের সহায়তা চাইছেন। এদিকে নাদিরা আলম গং’রা দাবী করছেন তারা বিরোধীয় নয়, নিজেদের সম্পত্তিতে কাজ করছেন।




Archives
Image
বাংলাদেশকে ২০২ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র
Image
বরিশালে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল শুরু
Image
বৈরী আবহাওয়ায় বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ
Image
বরিশালে জসিম উদ্দিনের অস্ত্র জমা নিয়ে গনমাধ্যমে তথ্য বিভ্রাট
Image
ইউনূস-মোদি বৈঠক হবে কিনা, যা বলছেন বিশ্লেষকরা