|
খুকি বেগমের ব্যবহৃত স্বর্ণালংকার, দুইটি মোবাইল ফোন ও ভবন নির্মানের সরঞ্জামাদি লুট করে নেয়া হয়
বরিশালের বাকেরগঞ্জ পৌর মেয়রের বিরুদ্ধে চাঁদা দাবী ও শ্লীলতাহানীর মামলা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলার বাকেরগঞ্জ পৌরসভার মেয়র লোকমান হোসেন ডাকুয়াসহ তার পাঁচ ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে বরিশাল বিজ্ঞ সিনিয়র ম্যাজেষ্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার আদালতে উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেছেন বাকেরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা রফিকুল ইসলামের স্ত্রী খুকি বেগম। মামলা সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জ পৌর এলাকার রুনসী মৌজার ১২২০ খতিয়ানের ৭৩৯,৭৪০, ৭৪১ এসএ দাগের ২০ শতক ক্রয়কৃত সম্পত্তির উপর অতিসম্প্রতি দ্বিতল ভবন নির্মান করতে গেলে বাকেরগঞ্জের পৌর মেয়র লোকমান ডাকুয়ার নেতৃত্বে তার সহযোগীরা খুকি বেগমের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবী করেন। মেয়রের দাবীকৃত চাঁদা না দিয়ে গত ১৪ মার্চ সকালে পূনরায় ভবন নির্মান কাজ শুরু করা হলে লোকমান ডাকুয়ার নেতৃত্বে তার সহযোগী এনায়েত হোসেন, শহিদুল ইসলাম, মোখলেসুর রহমান, রিপনসহ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে উপস্থিত হয়ে পূর্বের দাবীকৃত চাঁদার জন্য ভবন নির্মান কাজ বন্ধ করে দেয়। এসময় মামলার বাদী খুকি বেগম তাদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় লোকমান ডাকুয়া ও তার সহযোগীরা খুকি বেগমকে মারধর করে জখম করে শ্লীলতাহানী ঘটায়। খুকি বেগমের পুত্র সাইফুল ইসলাম তার মাকে মারধরের খবর পেয়ে এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়। এসময় খুকি বেগমের ব্যবহৃত স্বর্ণালংকার, দুইটি মোবাইল ফোন ও ভবন নির্মানের সরঞ্জামাদি লুট করে নেয়া হয়। আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মেয়র ও তার সহযোগীদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা না নেয়ায় বৃহস্পতিবার বরিশাল বিজ্ঞ সিনিয়র ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করা হয়। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে আদালতে রির্পোট জমা দেয়ার জন্য বাকেরগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
Post Views:
৩১১
|
|