মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাকেরগঞ্জে মিথ্যা মামলায় হয়রানীর শিকার উপজেলার কৃষ্ণকাঠী গ্রামের মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী এক ছাত্রী সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছে।বুধবার গভীর রাতে কোন এক সময় তানজিলা আক্তার (১৫) ঘরের পিছনে আম গাছের ডালের সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।মৃত্যুর আগে সে একটি কাগজে সুই সাইড নোট লিখে রেখে যায়।তাতে সে লিখে একই বাড়ির নূর হোসেনের মিথ্যা মামলায় হয়রানী এবং তাকে বিভিন্ন সময় অপমান-অপদস্ত করা এবং অপহরন করে ধর্ষণ করার হুমকি দেয়ায় সে মৃত্যুর পথ বেছে নিয়েছে।তানজিলার মা রাজিয়া জানায়, তার মেয়ের মৃত্যুর জন্য নূর হোসেন, তার ভাই হানিফ হাওলাদার, হানিফের স্ত্রী পিয়ারা বেগম, কন্যা সুরমা এবং তাদের সহায়তাকারী সুদখোর জাকির হাওলাদার দায়ী।বিনা কারনে একই বাড়ির নূর হোসেন তার মেয়ের নামে একটি মিথ্যা মামলা দেয়।থানা পুলিশ তদন্ত করে ওই মামলা থেকে তানজিলার নাম বাদ দিয়ে আদালতে চার্জশিট দেয়।পরে তিনি ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেন।আগামী ২৪ সেপ্টেম্বর রবিবার ওই মামলায় আদালতে হাজিরার তারিখ ছিলো।বিভিন্ন সময় নূর হোসেন, ভাই হানিফ, পিয়ারা ও সুরমা তার কন্যা তানজিলাকে অকথ্য ভাষায় গালাগাল করতো।তাদের প্ররোচনায় তার মেয়ে তানজিলা আত্মহত্যা করেছে।তিনি এ হত্যার বিচার দাবি করেন।পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে নিহত তানজিলার লাশ ময়না তদন্তের জন্য বরিশালে প্রেরণ করেছে।হয়রানীর শিকার তানজিলার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহা: আজিজুর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।পরবর্তীতে তদন্ত করে দেখা হবে।ওই সময় তানজিলার আত্মহত্যায় যদি কারো প্ররোচনার অভিযোগ পাওয়া যায় পুলিশ তখন বাদি হয়ে মামলা দিবে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।