সুলতানকে হত্যার উদ্দেশে গুলি করার কথা পুলিশের কাছে স্বীকার করেছে সে
বরিশালের বাকেরগঞ্জে বিএনপি নেতা গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাকেরগঞ্জে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় মামলায় ছালাম সিকদার নামে বিএনপির এক নেতা গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী নিজ ঘর থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ। আজ বুধবার (১৭ জানুয়ারি) সকালে জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। ছালাম ওই উপজেলার বাসিন্দা ও স্থানীয় বিএনপি নেতা। পুলিশ সুপার বলেন, ১১ ডিসেম্বর সন্ধ্যায় বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি বাজারে পূর্ব শত্রুতার জের ধরে সালাম সিকদারের নেতৃত্বে একদল অস্ত্রধারী হামলা চালায়। এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ সুলতান হোসেন মীর গুলিব্ধি হন। এ ঘটনায় আহত সুলতান মীরের স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে সালাম সিকদারসহ ১১ জনের নাম উল্লেখ করে বাকেরগঞ্জ থানায় মামলা করেন। পরে গত ৯ জানুয়ারি মামলার প্রধান আসামি সালাম সিকদারকে ঢাকা থেকে গ্রেপ্তার করে। এসপি বলেন, আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করলে জিজ্ঞাসাবাদে ১৬ জানুয়ারি সালাম সিকদারের স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া সুলতানকে হত্যার উদ্দেশে গুলি করার কথা পুলিশের কাছে স্বীকার করেছে সে।