মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বরগুনা জেলার বেতাগী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. সুমন বিশ্বাসকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।এ ঘটনায় শুক্রবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে বরগুনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। বরগুনা পুলিশ সুপার বিজয় বসাক বলেন, পুলিশ হেডকোয়ার্টার্স এলআইসি শাখার দিক নির্দেশনায় ও লক্ষ্মীপুর জেলা পুলিশের সহায়তায় টানা ৬দিন অভিযান চালিয়ে আসামি সুমন বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের পর আসামির দেয়া তথ্যমতে বেতাগী থেকে বাদীর দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।আসামি সুমন বেতাগী উপজেলার কদমতলা গ্রামের বাসিন্দা মৃত হিরন বিশ্বাসের ছেলে।এ ঘটনায় এ পর্যন্ত ৫ আসামি গ্রেপ্তার হয়েছে।