মঙ্গলবার (৩ এপ্রিল) ভোরে নতুন বাজার খাল থেকে কাঠসহ ট্রলারটি আটক করা হয়
বরিশালের বরগুনায় ট্রলারবোঝাই সুন্দরী কাঠ আটক
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদী সংলগ্ন খাল থেকে বিপুল সুন্দরী কাঠ বোঝাই একটি ট্রলার আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (৩ এপ্রিল) ভোরে নতুন বাজার খাল থেকে কাঠসহ ট্রলারটি আটক করা হয়।পাথরঘাটা স্টেশনের লেফটেন্যান্ট মো. ইমতিয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীররাতে নতুন বাজার খালে অবস্থান নেয় কোস্টগার্ডের একটি দল। ভোরে একদল চোরাকারবারী পাচার করা কাঠ বোঝাই ট্রলার নিয়ে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলার ফেলে সাঁতরে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা কাঠসহ ট্রলারটি আটক করে। পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. সাইদুর রহমান আকন বলেন, আটক তালিকা শেষে এসব বন আইনে মামলা করা হবে।