Current Bangladesh Time
শনিবার অক্টোবর ১২, ২০২৪ ১২:১২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের বরগুনার আমতলীতে এক বধূর দুই স্বামী ! 
Thursday September 7, 2017 , 4:58 pm
Print this E-mail this

গৃহবধূর গর্ভের সন্তান নিয়ে দু’স্বামীই তাদের নিজ নিজ সন্তান বলে দাবি

বরিশালের বরগুনার আমতলীতে এক বধূর দুই স্বামী !


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বরগুনার আমতলী উপজেলার পাতাকাটা গ্রামের এক অন্তঃসত্তা গৃহবধূকে দুই ব্যক্তি স্ত্রী হিসেবে দাবি করছেন।একই সাথে ওই গৃহবধূর পেটের তিন মাসের বাচ্চাকে দু’ব্যক্তি তাদের নিজ নিজ সন্তান বলে দাবি করেছেন।এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বিশেষ করে এই খবরে কৌতুহলী অনেকেই ছুটে যাচ্ছেন ওই নারীকে দেখতে তার বাসায়।এমতাবস্থায় খোঁজখবর নিয়ে জানা গেছে, ২০০২ সালে আমতলী উপজেলার চাওড়া পাতাকাটা গ্রামের ওই নারীর সাথে তার ফুফাতো ভাই বশির প্যাদার বিয়ে হয়।বিয়ের পর থেকে ভালোই কাটছিল তাদের দাম্পত্য জীবন।বশির প্যাদা তার স্ত্রীকে রেখে দিনমজুরের কাজ করতে ঢাকায় যান।এর মধ্যে তাদের সংসারে দুটি সন্তান আসে।গত বছরের অক্টোবর মাসে ওই গৃহবধূর শারীরিক সমস্যা দেখা দেয়।চিকিৎসার জন্য ওই গৃহবধূ উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপাখালী গ্রামের গাজী জামাল উদ্দিনের ছেলে কথিত ফকির জহিরুল গাজীর কাছে যান।জহিরুল গাজী তাকে ঝাড় ফুক দেয়।এরপর থেকে প্রায়ই ঝাড় ফুকের জন্য ওই গৃহবধূ ওঝা জহিরুলের কাছে যান।এতে উভয়ের মাঝে ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয়।পরবর্তীতে গত বছর ডিসেম্বর মাসে ওই গৃহবধূ স্বামী বশির প্যাদাকে গোপনে তালাক দিয়ে কথিত ফকির জহিরুলকে দ্বিতীয় বিয়ে করেন।ওই গৃহবধূ দ্বিতীয় বিয়ে করলেও প্রথম স্বামী বশিরের ঘর সংসারে থেকে যান।গত ২৪ আগস্ট তিনি দ্বিতীয় স্বামী জহিরুলের সাথে পালিয়ে যান।১১ দিন তারা বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন।গত মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিয়ে ঘোপখালী গ্রামের স্থানীয় লোকজন তাদের ধরে পুলিশে খবর দেয়।পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।প্রথম স্বামী বশির প্যাদা বলেন, গত ১৫ বছর ধরে সে আমার ঘর-সংসার করছেন।আমাদের ঘরে দুটি সন্তান রয়েছে।ও আমার স্ত্রী।ওর গর্ভের সন্তানও আমার।আমি আমার স্ত্রীকে তালাক দেননি।অনুরূপ দ্বিতীয় স্বামী জহিরুল গাজী বলেন, আমি প্রেম করে গত ৬ মাস পূর্বে তাকে বিয়ে করেছি।সে আমার স্ত্রী।ওর গর্ভে আমার সাড়ে তিন মাসের একটি সন্তান রয়েছে।গৃহবধূ বলেন, আমি গোপনে গত বছরের ১ ডিসেম্বর আমার প্রথম স্বামী বশিরকে তালাক দিয়েছি।পরে ৬ মাস পূর্বে জহিরুলকে দ্বিতীয় বিয়ে করেছি।তালাকের পরে প্রথম স্বামী বশিরের ঘর সংসার করলেও দ্বিতীয় স্বামী জহিরুলের সাথে আমার যোগাযোগ ছিল।আমতলী থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) সোহাগ মিয়া বলেন, ওই গৃহবধূ প্রথম স্বামী বশির প্যাদাকে ১ ডিসেম্বর গোপনে তালাক দিয়ে ৬ মাস পূর্বে জহিরুল গাজীকে বিয়ে করেছেন।কিন্তু ঘর সংসার করেছে বশির প্যাদার।এখন গৃহবধূর গর্ভের সন্তান নিয়ে দু’স্বামীই তাদের নিজ নিজ সন্তান বলে দাবি করছেন।এই ঘটনায় মামলা দায়ের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ওই পুলিশ অফিসার।




Archives
Image
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮১
Image
‘ক্রসফায়ারের নামে’ ছাত্রদল নেতাকে হত্যা: শেখ হাসিনার ফুপাতো ভাইসহ আসামি অর্ধশত
Image
বরিশালে রাস্তার উন্নয়ন কাজ বন্ধ রাখায় এলাকাবাসীর মানববন্ধন
Image
পটুয়াখালীতে ধরা পড়েছে ২ কেজি ২৮০ গ্রাম ওজনের এক ইলিশ
Image
কর্মবিরতিতে বরিশাল শেবাচিম হাসপাতালের নার্সরা