নিয়োগ প্রক্রিয়ায় মুক্তিযোদ্ধা কোটা না রাখায় নিন্দা
বরিশালের ববিতে ছাত্রলীগের নেতৃত্বে ক্লাস-পরীক্ষা বর্জন
ববিতে ছাত্রলীগের নেতৃত্বে ক্লাস-পরীক্ষা বর্জন
স্টাফ রিপোর্টার : ২২ দফা দাবি আদায়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ক্যাম্পাস ছাত্রলীগের নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ পালিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে এ কর্মসূচি পালন করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা ফিরোজুল ইসলাম নয়ন জানান, শিক্ষার্থীদের চলমান আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে তারা সকাল থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছেন। তার দাবি, নিয়োগ প্রক্রিয়ায় মুক্তিযোদ্ধা কোটা না রাখায় নিন্দা ও তা বহাল করার দাবি এবং ভিসির অপসারণের দাবিতে আন্দোলন চলছে। বিক্ষোভকারী সাধারণ শিক্ষার্থীরা জানান, তাদের দাবি মানা না হলে আন্দোলন চলবে।