|
বিভিন্ন দলের ৫২ জন প্রার্থীর মধ্যে একজন মন্ত্রী, একজন এমপিসহ পাঁচজন স্বশিক্ষিত
বরিশালের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা
রাহাত খান : বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দেওয়া বিভিন্ন দলের ৫২ জন প্রার্থীর মধ্যে একজন মন্ত্রী, একজন এমপিসহ পাঁচজন স্বশিক্ষিত। একাদশ সংসদের প্রার্থী একজন সাবেক হুইপও রয়েছেন স্বশিক্ষিতের তালিকায়। এ ছাড়া মাধ্যমিক (এসএসসি) পাস দুজন, উচ্চমাধ্যমিক পাস তিনজন, এলএলবি পাস সাতজন, বিএসসি ইঞ্জিনিয়ার একজন এবং স্নাতকোত্তর ও সমমানের ডিগ্রিধারী প্রার্থী রয়েছেন ২১ জন। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া প্রার্থীদের হলফনামা থেকে এ তথ্য পাওয়া গেছে। বরিশাল-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন নিরীক্ষা কমিটির আহ্বায়ক জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ স্বশিক্ষিত। এ আসনে বিএনপির দুই প্রার্থীর মধ্যে এম জহির উদ্দিন স্বপন স্নাতকোত্তর (এমএসএস) ও আবদুস সোবাহান বিএসসি ইঞ্জিনিয়ার। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মেহেদী হাসান রাসেল সরদার এইচএসসি ও জাকের পার্টির মো. বাদশা মিয়া স্বশিক্ষিত। বরিশাল-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী শাহে আলম এমএসসি ডিগ্রিধারী। আওয়ামী লীগের তিন বিদ্রোহী (স্বতন্ত্র) যথাক্রমে শেরেবাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র ফাইয়াজুল হক রাজু বিএ, শিল্পপতি ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেন এমবিএ ও সৈয়দা রুবিনা আক্তার মীরা এলএলবি ডিগ্রিধারী। এ আসনে বিএনপির দুই প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এসএসসি ও সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল স্বশিক্ষিত, জাতীয় পার্টির মাসুদ পারভেজ সোহেল রানা এমএ, ওয়ার্কার্স পার্টির মো. জহুরুল ইসলাম এসএসসি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নেছারউদ্দিন কামিল, এনপিপির সাহেব আলী স্বশিক্ষিত, স্বতন্ত্র (জাসদ-ইনু) মো. আনিসুজ্জামান এলএলবি ও স্বতন্ত্র শাহ আলম মিয়া বিএ ডিগ্রিধারী। বরিশাল-৩ আসনে বিএনপির দুই প্রার্থীর মধ্যে যথাক্রমে জয়নুল আবেদীন এমএ ও বেগম সেলিমা রহমান এমএসএস, ওয়ার্কার্স পার্টির টিপু সুলতান এলএলবি, ওয়ার্কার্স পার্টির বিদ্রোহী (স্বতন্ত্র) আতিকুর রহমান আতিক বিএসসি, জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু স্নাতক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সিরাজুল ইসলাম কামিল, গণতান্ত্রিক বাম মোর্চার মো. নুরুল ইসলাম মাস্টার বিএ ও বিকল্পধারা বাংলাদেশের এনায়েত কবির এইচএসসি পাস। বরিশাল-৪ আসনে আট প্রার্থীর সবাই উচ্চশিক্ষিত। এখানে আওয়ামী লীগের পংকজ দেবনাথ বিএসসি, বিএনপির দুই প্রার্থী যথাক্রমে মেজবাহ উদ্দিন ফরহাদ এমকম ও জে এম নুরুর রহমান বিকম, ইসলামী আন্দোলনের সৈয়দ মো. নুরুল করিম দাওরায়ে হাদিস, খেলাফত মজলিসের রুহুল আমীন স্নাতকোত্তর, বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবুল আলম স্নাতকোত্তর, বিএনএফের এনামুল হক বিএসএস ও ইসলামী ঐক্যজোটের সাইফুল্লাহ দাওরায়ে হাদিস ডিগ্রিধারী। বরিশাল-৫ আসনে আওয়ামী লীগ প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বিএ, বিএনপির দুই প্রার্থী যথাক্রমে মজিবর রহমান সরোয়ার বিএ, এলএলবি ও এবায়দুল হক চাঁন এইচএসসি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম কামিল (ফিকাহ), জাতীয় পার্টির এ কে এম মোর্তুজা আবেদীন এমএ, এলএলবি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অধ্যাপক আবদুস সাত্তার এমএ ও এনপিপির শামীমা নাসরিন এমএ ডিগ্রিধারী। বরিশাল-৬ আসনে বিএনপির দুই প্রার্থীর মধ্যে যথাক্রমে আবুল হোসেন খান এমএসএস ও অধ্যক্ষ আবদুর রশিদ খান এমএ, জাতীয় পার্টির নাসরিন জাহান রত্না আমীন স্বশিক্ষিত, জাতীয় পার্টি-জেপির খন্দকার মাহাতাব উদ্দিন বিএসসি, জাসদ-ইনুর মো. মহসীন ডিপ্লোমা ইন কমার্স, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নুরুল ইসলাম আল আমিন কামিল, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির কে এম নুরুল ইসলাম স্নাতকোত্তর, গণফোরামের দুজন যথাক্রমে হিরণ কুমার দাস মিঠু এলএলবি ও মো. ফোরকান আলম খান এমএসসি, স্বতন্ত্র মো. আলী তালুকদার ফারুক এমবিএ ও ওচমান হোসেন মনির ডিপ্লোমা ইঞ্জিনিয়ার।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন
Post Views:
৪৪৯
|
|