Current Bangladesh Time
শুক্রবার এপ্রিল ২৫, ২০২৫ ১২:৪৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের পাথরঘাটায় ‘বন্দুকযুদ্ধে’ ২ জলদস্যু নিহত, অস্ত্র উদ্ধার 
Monday March 5, 2018 , 5:34 pm
Print this E-mail this

এ পর্যন্ত ১৯৩ জন্য কুখ্যাত জলদস্যু ইতিমেধ্যে আত্মসমর্পন করেছে

বরিশালের পাথরঘাটায় ‘বন্দুকযুদ্ধে’ ২ জলদস্যু নিহত, অস্ত্র উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বরগুনার পাথরঘাটায় র‌্যাবের সাথে কথিত ‘বন্ধুকযুদ্ধে’ ২ জল দস্যু নিহত। ৬টি আগ্নেয় অস্ত্র সহ ব্যবহার্য দ্রবাদি উদ্ধার করা হয়েছে। পাথরঘাটা থানায় ২টি মামলা রুজু করেছে র‌্যাব। লাশ ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করা হয়েছে। পাথরঘাটা থানা পুলিশ ও র‌্যাপিড এ্যকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)-৮ জানান, পাথরঘাটা শহর থেকে ৭ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে বলেশ্বর নদের মোহনায় নতুন জেগে ওঠা একটি নতুন চরে (বিহঙ্গ চর) অভিযান চালায় র‌্যাব। পাথরঘাটার পদ্মা স্লইজ বাজার থেকে চরটি আনুমানিক দেড় কিলোমিটার দূরে অবস্থিত। আজ সোমবার (০৫ মার্চ) প্রত্যুষে চরে মানুষের উপস্থিতি টের পেয়ে হ্যান্ড মাইকে তাদের আত্মসমর্পণ করতে বলায় তারা গুলি ছোড়ে। র‌্যাব পাল্টা গুলি ছোড়ে। প্রায় ৩৫ মিনিট পরস্পরের গোলাগুলির এক পর্যায়ে বনের মধ্যে তল্লাশী চালিয়ে ২টি মরদেহ পাওয়া যায়। চরের নিকটে অবস্থানকারি জেলেরা তাদের দস্যু বলে সনাক্ত করে এবং তাদের নাম আতাউর সরদার (৩৫) এবং মো.রুবেল মালি (৩০) বলে জানায়। প্রায় ১ ঘন্টা তল্লাশী চালিয়ে বনের মধ্যে মৃতদেহ ছাড়াও একটি একনলা বন্দুক, ওয়ানশুটার গান ১টি,পাইপগান ১টি, ৩৯ রাউন্ড কাতুর্জ ও ৪টি ধারাল অস্ত্র এবং সোলার প্যানেল ও ব্যবহার্য দ্রবাদি উদ্ধার করা হয়। র‌্যাব-৮ এর কর্মকর্তারা স্থানীয় ভাবে এব্যাপারে বিস্তারিত জানাননি। তবে র‌্যাব-৮ এর বরিশাল অফিস থেকে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় তারা সুন্দরবনের কুখ্যাত দস্যু হাসান বাহিনীর সদস্য। সুন্দরবনের জলদস্যু বাহিনী নির্মূল করার জন্য র্যাব অভিযান চালিয়ে থাকে। এর ফলে এ পর্যন্ত ১৯৩ জন্য কুখ্যাত জলদস্যু ইতিমেধ্যে আত্মসমর্পন করেছে। পদ্মা স্লইজ এলাকার অধিবাসি মো. হাবিব ও মো.দুলাল জানান, ভোর ৬ টার দিকে ওই চরে গোলাগুলি শব্দ পাই। দুই ঘন্টাপর ২ জনের লাশ কূলে তুলে পুলিশের সহায়তায় থানায় নিয়ে যায় র‌্যাব। মৃত ব্যাক্তিরা তাদের পরিচিত নয়। পাথরঘাটা থানার ইনেন্সপেক্টর (তদন্ত) মো. নজরুল ইসলাম জানান, র‌্যাবের ডিএডি মো. আমজাদ হোসেন বাদি হয়ে পাথরঘাটা থানায় একটি হত্যা ও অস্ত্র মামলা রুজু করেছেন। লাশ ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, গত ২৪ জানুয়ারী ওই একই চরে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ২ জলদস্যু নিহত হয়েছিল। তাদের বাড়ি পটুয়াখালী জেলার রাঙ্গাবালি উপজেলায়।




Archives
Image
শেখ পরিবারের চার সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা
Image
অপহরণের আট দিন পর চবির পাঁচ শিক্ষার্থী মুক্ত
Image
ভারত ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
Image
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Image
মুফতি ফয়জুল করিমকে বরিশাল সিটির মেয়র করতে বিক্ষোভ, উত্তপ্ত নগরী