Current Bangladesh Time
শুক্রবার জুন ২০, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের পাতারহাট ঘাটে নোঙর করা লঞ্চে অগ্নিকাণ্ড 
Friday March 28, 2025 , 12:37 pm
Print this E-mail this

ইঞ্জিন ছাড়া লঞ্চের সবকিছুই পুড়ে গেছে, প্রাণহানির ঘটনা ঘটেনি

বরিশালের পাতারহাট ঘাটে নোঙর করা লঞ্চে অগ্নিকাণ্ড


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের মেহেন্দিগঞ্জের পাতারহাট লঞ্চঘাটে নোঙর করা এমভি সায়মুন-১ লঞ্চে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। বিষয়টি নিশ্চিত করে বরিশাল নদী বন্দর কর্মকর্তা সেলিম রেজা বলেন, রাত আড়াইটা থেকে তিনটার দিকে পাতারহাট লঞ্চঘাটে নোঙর করে রাখা এমভি সায়মুন-১ লঞ্চে অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তা নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও বলেন, ইঞ্জিন ছাড়া আগুনে গোটা লঞ্চের সবকিছুই পুড়ে গেছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহাঙ্গির আলম জানান, পাতারহাট লঞ্চঘাটে বরিশাল-মেহেন্দিগঞ্জ রুটে চলাচলকারী এমভি সায়মুন-১ লঞ্চটি নোঙর করা ছিল। রাত ৩টার দিকে হঠাৎ লঞ্চটিতে আগুন লাগে। কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। তবে লঞ্চটি আগুনে পুড়ে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।




Archives
Image
স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে
Image
ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিয়েছে জামায়াত
Image
যান্ত্রিক ত্রুটি : একদিনে এয়ার ইন্ডিয়ার ৭ ফ্লাইট বাতিল
Image
সাবেক এমপি জেবুন্নেছাকে ৩ মামলায় ফের গ্রেপ্তার
Image
একদিনে আরও ২৪৪ জন ডেঙ্গু আক্রান্ত, ১৩৮ জনই বরিশালের