আটককৃত মাসুম দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে
বরিশালের নাজিরপুরে ১৯৫০ পিচ ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক
এইচ.এম. দেলোয়ার হোসেন : বরিশালের পিরোজপুর জেলার নাজিরপুরে ১৯৫০ পিচ ইয়াবাসহ মো. মাসুম (২৮) ও আয়শা খানম নামের ২ মাদক বিক্রেতাকে গোপন সংবাদ পেয়ে বৈঠাকাটা রাজার পুলিশ (তদন্ত কেন্দ্র) ইনর্চাজ অনুপ মন্ডলের নেতৃত্বে এ এস আই সাইফুল ইসলাম আটক করেছে। আটককৃত মাসুম উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের কোকরাকাঠী গ্রামের ল্যুফার মিয়ার পুত্র। এ ঘটানায় কস্রবাজার জেলার মহেশ খালী থানার শাপলা পুর গ্রামের আবু তাহেরের মেয়ে আয়শা খানম (২৮) কে ১৯৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যাবসায়ীর নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, গত রবিবার সকাল ৭ .৩০ মিঃ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ঢাকা থেকে লঞ্চ যোগে উক্ত মহিলা ইয়াবা নিয়া উপজেলার বৈঠাকাটা বাজার লঞ্চ ঘাট থেকে মাদক বিক্রেতা মাসুমের সাথে মুঠোফোনে যোগাযোগ করে উক্ত টেম্পু ষ্ট্যান্ডে ইয়াবাসহ ২ জনকে আটক করে। নাজিরপুর থানা (ইনর্চাজ) পুলিশ অফিসার হাবিবুর রহমান জানায়, আটককৃত মাসুম দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসায় ও তদন্তের স্বার্থে অভিযান চলবে।