বুধবার এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি
বরিশালের নতুন বিভাগীয় কমিশনার মো: রায়হান কাওসার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল ও ময়মনসিংহ বিভাগের নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (অক্টোবর ৩০) এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সদস্য (অতিরিক্ত সচিব) কাজী আনোয়ার হোসেনকে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে বরিশালের বিভাগীয় কমিশনার নিয়োগ পেয়েছেন হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো: রায়হান কাওসার।