পুলিশ সুপার হিসেবে আসছেন ডিএমপির উপ-কমিশনার (ইঅ্যান্ডডি) সাইফুল ইসলাম
বরিশালের নতুন ডিআইজি শফিকুল ইসলাম
বরিশাল রেঞ্জ ডিআইজি শেখ মো. মারুফ হাসানকে পদন্নোতি দিয়ে নৌ-পুলিশের ডিআইজি পদে বদলি করা হয়েছে।সেই সাথে বরিশাল জেলা পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামানকে সদর দপ্তরে নেওয়া হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব (পুলিশ-১) মোহাম্মদ ইলিয়াস হোসেন এ তথ্য নিশ্চিত করেন। বুধবার বিকেলে এ সংক্রান্ত আদেশ জারি হয়েছে।বরিশাল রেঞ্জ ডিআইজি করা হয়েছে রাজশাহীর পুলিশ কমিশনার শফিকুল ইসলামকে।পুলিশ সুপার হিসেবে আসছেন ডিএমপির উপ-কমিশনার (ইঅ্যান্ডডি) সাইফুল ইসলাম।
বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন।