Current Bangladesh Time
শনিবার অক্টোবর ১২, ২০২৪ ১২:০৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের তালতলীতে ভাইকে পিটিয়ে হত্যা, দু’জনের আত্মহত্যা 
Friday March 2, 2018 , 4:55 pm
Print this E-mail this

অন্য দুটি আত্মহত্যার লাশও মর্গে পাঠানো হয়েছে, রিপোর্ট পাওয়া সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে

বরিশালের তালতলীতে ভাইকে পিটিয়ে হত্যা, দু’জনের আত্মহত্যা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বরগুনার তালতলী উপজেলার গেন্ডামারা গ্রামে আজ শুক্রবার (০২ মার্চ) সকালে জাকির তালুকদার (৫৫) কে চাচাত ভাই শুক্কুর তালুকদারের লোকজন পিটিয়ে হত্যা হত্যা করেছে। ঘটনায় ফাতেমা নামে এক নারীকে জিঞ্জাসাবাদের জন্য আটক করেছে তালতলী থানা পুলিশ। অন্যদিকে গতকাল বৃহস্পতিবার (০১ মার্চ) সন্ধ্যায় কবিরাজ পাড়া গ্রামে চামেলী বেগম (৩৭) নামে এক গৃহবধূ বিষ পানে আত্মহত্যা ও আজ শুক্রবার সকালে মোয়াপাড়া গ্রাম থেকে দেলোয়ার হোসেন (২৫) নামে একজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে তালতলী থানা পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৬টার দিকে তালতলী উপজেলার গেন্ডামারা গ্রামের রহমানের ছেলে জাকির তালুকদার (৫৫) তার বাড়ির পশ্চিম পার্শের নিজের একটি পুকুরে মাছ ধরার জন্য সেচ দিচ্ছিল। এসময় তার চাচাত ভাই শুক্কুর তালুকদার, মাহতাব তালুকদার, শহীদ তালুকদার, কালাম তালুকদার ওই পুকুরটি তাদের দাবি করে সেচ দিয়ে মাছ ধরতে নিষেধ করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষ শুক্কুর তালুকদার এবং তার ভাইরা মিলে জাকির তালুকদারকে বেদম মারপিট করে। এক পর্যায়ে জাকির তালুকদার মাটিতে লুটিয়ে পড়লে স্বজোরে তার বুকে পাজরে এবং পেটে কিল ঘুশি লাথি মারে। মার পিটে প্রতিপক্ষের মহিলারারও অংশ নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় জাকির তালুকদারের ডাকচিৎকার শুনে এলাকাবাসী এবং স্বজনরা ছুটে এসে তাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এদিকে জাকির তালুকদারকে হাসপাতালে নিয়ে আসার সময় পুকুরের পাড়ায় জাকির তোলুকদারের লাগানো বিভিন্ন প্রজাতির ফলের গাছ প্রতিপক্ষরা জোর পূর্বক কেটে নিয়ে যায় বলেও অভিযোগ করেছে ছেলে মো: শফিকুল ইসলাম। নিহত জাকির তালুকদারের স্ত্রী শাহনাজ বেগম বলেন ‘মোরা কিচ্ছু বুইজ্যা ওডার আগেই অরা মোর স্বামীরে মাইরা হালাইছে। মুই অগো বিচার চাই।’ জাকির তালুদার নিহতের ঘটনায় শুক্কুর তালুকদারের স্ত্রী ফাতেমা বেগমকে জিঞ্জাসা বাদের জন্য আটক করেছে তালতলী থানা পুলিশ।এঘনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান, ছেলে শফিকুল ইসলাম। অন্যদিকে তালতলীর কবিারজ পাড়া গ্রামের জলিল হাওলাদারের স্ত্রী ৪ সন্তানের জননী চামেলী বেগম (৩৭) বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে বিষপান করে। মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে আনা হলে রাত সাড়ে ৭টার দিকে সে মারা যায়। অন্যদিকে বরগুনার তালতলীর মোয়া পাড়া গ্রামের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় শুক্রবার সকালে দেলোয়ার হোসেন (২৫) নামে একজনের লাশ উদ্ধার করে তালতলী থানার পুলিশ। দেলোয়ার ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে বিবাহিত এবং এক সন্তানের জনক। সে মানসিক ভারসাম্যহীন ছিল বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় জানান, একটি পুকুর দখলে নেওয়াকে কেন্দ্র করে জাকির তালুকদারকে মারধর করা হয়েছে এবং তার পুকুরের পার থেকে চারা গাছ কেটে ফেলা হয়েছে। তবে তিনি পূর্ব থেকে একজন স্ট্রোকের রোগী। আঘাতে না স্টোকে মারা গেছে প্রতিবেদন পাওয়া সাপেক্ষে বলা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জিঞ্জাসাবাদের জন্য শুক্কুর তালুকদারের স্ত্রী ফাতেমা বেগম (৩৫) কে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়ননা তদন্তের জন্য বরগুনার মর্গে পাঠানো হয়েছে। অন্য দুটি আত্মহত্যার লাশ ও মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।




Archives
Image
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮১
Image
‘ক্রসফায়ারের নামে’ ছাত্রদল নেতাকে হত্যা: শেখ হাসিনার ফুপাতো ভাইসহ আসামি অর্ধশত
Image
বরিশালে রাস্তার উন্নয়ন কাজ বন্ধ রাখায় এলাকাবাসীর মানববন্ধন
Image
পটুয়াখালীতে ধরা পড়েছে ২ কেজি ২৮০ গ্রাম ওজনের এক ইলিশ
Image
কর্মবিরতিতে বরিশাল শেবাচিম হাসপাতালের নার্সরা