Current Bangladesh Time
বুধবার ডিসেম্বর ১১, ২০২৪ ৬:৫৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের টুকরো খবর 
Sunday March 4, 2018 , 4:54 pm
Print this E-mail this

বরিশালের এক থানায় ২৮দিনে ৪২ মামলা ও বিষপানে দুইজনের আত্মহত্যা

বরিশালের টুকরো খবর


বরিশালের এক থানায় ২৮দিনে ৪২ মামলা

মাত্র ২৮দিনে এক থানায় মাদকসহ বিভিন্ন অপরাধের অভিযোগে ৪২টি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে মাদকের ২১টি মামলায় ২৫ জন বিক্রেতা ও সেবীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পাঁচটি অপহরণের মামলায় পাঁচ অপহৃতাকেই উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি জেলার গৌরনদী মডেল থানার। গত ফেব্রুয়ারী মাসে ওই থানায় এসব মামলা দায়ের করা হয়। সংশ্লিষ্ট সূত্রমতে, মাদক নির্মূলের বিশেষ অভিযানে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেনের নেতৃত্বে ফেব্র“য়ারী মাসে দুই হাজার ২১৮ পিস ইয়াবা ট্যাবলেট, তিন বোতল ফেন্সিডিল ও এক কেজি ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ছয় লাখ ৮৩ হাজার ৪শ’ টাকা। মাদক মামলায় গ্রেফতারকৃত ২৫ জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে ২১টি মামলা। তথ্যের সত্যতা নিশ্চিত করে ওসি আফজাল হোসেন জানান, নিয়মিত মামলার ২০ আসামি, গ্রেফতারী পরোয়ানাভূক্ত ২৪, সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতারসহ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে তিন আসামিকে সাজা প্রদান করা হয়েছে। ওসি আরও জানান, গৌরনদী থানা এলাকায় যেকোন ধরনের অপরাধ প্রতিহতের জন্য থানা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছেন।

বরিশালে বিষপানে দুইজনের আত্মহত্যা

দেবর ও তার স্ত্রীর ঝগড়া থামাতে ব্যর্থ হয়ে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন দুই সন্তানের জননী হালিমা বেগম (২৮) নামের এক গৃহবধূ। শনিবার রাতে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া হালিমা গৌরনদী পৌর এলাকার গেরাকুল মহল্লার বাসিন্দা হাবুল সরদারের স্ত্রী। জানা গেছে, ওইদিন বিকেলে পরিবারের সবার অজান্তে হালিমা বেগম বিষপান করে। মুমূর্ষ অবস্থায় প্রথমে তাকে গৌরনদী ও তাৎক্ষনিক বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে হালিমা বেগম মারা যায়। অপরদিকে সৌদি প্রবাসী স্ত্রী লিপি বেগমের সাথে মোবাইল ফোনে বাগবিতন্ডার জেরধরে স্বামী আজাদ চৌধুরী (২৬) আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের শ্বশুড় বেল্লাল সরদারের বাড়িতে বসে বিষপান করেছে। মুমূর্ষ অবস্থায় তাকে শেবাচিমে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে আজাদ মারা যায়। সে (আজাদ) কেরানীগঞ্জ এলাকার ইউসুফ চৌধুরীর পুত্র।

শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক




Archives
Image
কলকাতা-আগরতলার মিশনপ্রধানদের ঢাকায় আনার বিষয়ে যা জানা যাচ্ছে
Image
বরিশালে লঞ্চের কেবিন থেকে যাত্রীর ৮টি পাসপোর্ট-ডলার উধাও
Image
নিখোঁজ যুবকের নম্বর থেকে টাকা চেয়ে মায়ের কাছে ফোন, পুলিশ বলছে সিম ক্লোন
Image
ভারতীয়দের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ
Image
বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়াচ্ছে ভারতের ৪৯ গণমাধ্যম : রিউমর স্ক্যানার