Current Bangladesh Time
শনিবার অক্টোবর ১২, ২০২৪ ১:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের টুকরো খবর 
Sunday March 18, 2018 , 9:25 pm
Print this E-mail this

উজিরপুর, হিজলা ও বরিশালের টুকরো খবর

বরিশালের টুকরো খবর


উজিরপুরে বিয়ারসহ ফল ব্যবসায়ী আটক

বরিশালের উজিরপুরে বিয়ারসহ এক ফল ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। আটককৃত মোঃ নাসির মল্লিক (৩৮) উজিরপুর উপজেলার হাবিবপুর এলাকার মধ্যম কেশবকাফি এলাকার মৃত আব্দুর রাজ্জাক মল্লিকের ছেলে। শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার হাবিবপুর স্লুইচগেট বাজারের মল্লিক ফল ষ্টোর থেকে তাকে আটক করা হয়। আটকের সময় তার মালিকানাধীন ওই দোকান থেকে ০৫ বোতল বিয়ার উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি এ কে এম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে উজিরপুর থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। রোবাবার (১৮ মার্চ) দুপুরে র‌্যাবের পক্ষ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

হিজলায় জব্দ ১’শ মন জাটকার নিলাম

বরিশালের হিজলায় অভিযান চালিয়ে জব্দকৃত ১ শত মন জাটকার উম্মুক্ত নিলাম করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় আটক ১৪ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। রোববার (১৮ মার্চ) সকাল ৯ টায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রাশেদ এ আদেশ প্রদান করেন। এরআগে রোববার ভোর ৫ টার দিকে হিজলা উপজেলাধীন বাউশিয়া নদীতে এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নৌ-পুলিশেল হিজলা ফাঁড়ির ইনচার্জ এসআই উত্তম ‍কুমার দাস। তিনি জানান, হিজলা থেকে একটি বোট বোঝাইকরে জাটকাগুলো ১৪ জন ব্যবসায়ি মিলে বরিশালের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো, পরে জব্দকৃত বোটসহ জাটকা ও আটককৃতদের ভ্রাম্যমান আদালতের নিকট সোপর্দ করা হয়। হিজলার সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আবুল বাশার জানান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জব্দকৃত জাটকা নিলামে সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রির সিদ্ধান্ত হয় এবং আটক ১৪ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রাশেদ জানান, একই বিষয়ে দু’বার দন্ডের নিয়ম না থাকায় আটক ১৪ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তবে তাদের কাছ থেকে জব্দকৃত জাটকা উম্মুক্ত নিলামে ১০ জন ব্যবসায়ীর অংশগ্রহনে সর্বোচ্চ দর ২ লাখ ৭ হাজার টাকায় বিক্রি করা হয়।

বরিশালে আরো ১ মত্যুদন্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু !

বরিশালে আরো ১ মৃত্যু দন্ডাদেশ প্রাপ্ত আলাউদ্দিন রাঢ়ী (৫৯) নামে এক কয়েদির মৃত্যুর ঘটনা ঘটেছে। রোবাবার (১৮ মার্চ) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আলাউদ্দিন রাঢ়ী বরিশাল জেলার মুলাদী পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত সিরাজ উদ্দিন রাঢ়ীর ছেলে তিনি বরিশালের মুলাদী উপজেলার বাসিন্দা ও সাংবাদিক মনির হোসেন রাঢ়ী হত্যা মামলায় মৃত্যু দন্ডপ্রাপ্ত আসামী ছিলেন। বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার মোঃ বদরুদ্দোজা বলেন, বরিশালে একটি হত্যা মামলায় বরিশাল কেন্দ্রীয় কারাগারের বন্দী ছিলো আলাউদ্দিন রাঢ়ী। সে দীর্ঘদিন ধরে বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দী (নং ২৬১৮/এ) হিসেবে রয়েছে। বুকে ব্যাথা হৃদযন্ত্রে (হার্টে) সমস্যা দেখা দিলে ১৫ মার্চ বিকেল পৌনে ৪ টায়  অসুস্থ হয়ে পড়ে। সকালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আইন অনুযায়ী সকল প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবেও বলে জানান তিনি। উল্লেখ্য, এর আগে শনিবার (১৭ মার্চ) বেলা ১ টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল কেন্দ্রীয় কারাগারের কয়েদি মৃত্যু দন্ডাদেশ প্রাপ্ত মোঃ জাফর গাজী (৪৮) মৃত্যুবরণ করেন। মৃত মোঃ জাফর গাজী পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার চরহোসনাবাদ এলাকার মৃত নুর হোসেন গাজীর ছেলে। পটুয়াখালীতে নারী নির্যাতন ও হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ছিলো সে।

বরিশালে কিশোরীকে ধর্ষনের অভিযোগে আটক-১

বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামে এক কিশোরীকে ধর্ষকের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে একই গ্রামের বাসিন্দা সাহেব আলীর ছেলে ও দিনমজুর শামীমকে আটক করে স্থানীয়রা থানা পুলিশের হাতে সোপর্দ করেছে। স্থানীয় সূত্রে জানাগেছে, রোববার ভোররাতে গ্রামের ১২/১৩ বছরের ওই কিশোরী ঘর থেকে বের হয়ে টয়লেটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় সেখানে আগে থেকে আত্মগোপনে থাকা শামীম কিশোরীর মুখ চেপে তুলে নিয়ে বাড়ির পাশের বাগানে জোরপূর্বক ধর্ষন করে। কিশোরী তার মায়ের কাছে গিয়ে বিষয়টি অবহিত করলে তারা স্থানীয়দের সহায়তায় শামীমকে আটক করা হয় এবং থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে ভিকটিমের পরিবার। ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সেকেন্ড অফিসার এস আই অরবিন্দ বিশ্বাস জানান, পুরো ঘটনার তদন্তে  ভিকটিম ও আটকৃকতকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে।

শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক

 

 




Archives
Image
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮১
Image
‘ক্রসফায়ারের নামে’ ছাত্রদল নেতাকে হত্যা: শেখ হাসিনার ফুপাতো ভাইসহ আসামি অর্ধশত
Image
বরিশালে রাস্তার উন্নয়ন কাজ বন্ধ রাখায় এলাকাবাসীর মানববন্ধন
Image
পটুয়াখালীতে ধরা পড়েছে ২ কেজি ২৮০ গ্রাম ওজনের এক ইলিশ
Image
কর্মবিরতিতে বরিশাল শেবাচিম হাসপাতালের নার্সরা