প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালের জেলা প্রশাসক-এর বাস ও লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনে নিষেধাজ্ঞা
Thursday August 24, 2017 , 5:21 pm
শব্দ দূষণ করে গান-বাজনা ও বাজি-পটকা ফোটানো থেকে দূরে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ
বরিশালের জেলা প্রশাসক-এর বাস ও লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনে নিষেধাজ্ঞা
শামীম আহমেদ : আসন্ন পবিত্র ঈদ-উল আযহার সময় বাস ও লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।পাশাপাশি অতিরিক্ত যাত্রী হয়ে যেনো কেউ লঞ্চ ও বাসে ভ্রমণ না করেন সে বিষয়েও নির্দেশনা দেয়া হয়েছে।মঙ্গলবার কোরবানীকে সামেন রেখে আইনশৃঙ্খলা বাহিনী, বাস ও নৌ-যান মালিক সমিতি এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভায় বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান এ নিষেধাজ্ঞা জারি করেন।জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান আরোও বলেন, জেলার ১ হাজার ৬৬৫টি নির্ধারিত স্থানে কোরবানী দিবে বরিশালবাসী।কোরবানী দেয়ার পর যাতে পরিবেশ দুষণ না ঘটে সেদিকে লক্ষ্য রাখার জন্য তিনি সকল শ্রেনী ও পেশার মানুষকে অনুরোধ করেছেন।এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে লঞ্চ মালিকদের দৃষ্টি আকর্ষণ করে অতিরিক্ত যাত্রী বোঝাই না করার আহবান করা হয়।সড়ক ও নদী পথে অতিরিক্ত যাত্রী বহনের কঠোর নিষেধাজ্ঞা অমান্য করে অতিরিক্ত যাত্রী বহনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়।এছাড়া শব্দ দূষণ করে গান-বাজনা ও বাজি-পটকা ফোটানো থেকে দূরে থাকার জন্য বরিশালবাসীকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।অনুষ্ঠিত সভায় পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিসের উর্দ্ধতন কর্মকর্তা ও সুধী সমাজের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।