বরিশালের চিহ্নিত মাদক ব্যবসায়ি ইয়াবা দেলোয়ার ইয়াবাসহ আটক
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে আটক হয়েছেন ভাটিখানা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ি মো. দেলোয়ার হোসেন ওরফে ইয়াবা হাওলাদার (৪৫)। সোমবার (২২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে শহরের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটক দেলোয়ার শহরের ৩ নাম্বার ওয়ার্ডের ভাটিখানা গাউয়ারসার সুন্নিয়া মসজিদ এলাকার বাসিন্দা। তার পিতা মৃত আবুল হোসেন হাওলাদার। তবে এলাকায় সে কমবেশি সকলের কাছে ইয়াবা দেলোয়ার নামেই সমাধিক পরিচিত বলে জানা গেছে। যদিও স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে, দেলোয়ার ওই এলাকার সন্তান নয়। তবে সেখানে তিনি বিবাহ করে ঘরজামাই হিসেবে থাকছেন। তাছাড়া তার পুরো পরিবারই মাদকের সাথে জড়িত এবং তার বিরুদ্ধে থানা পুলিশে মাদকের একাধি মামলাও রয়েছে।অভিযান পরিচালনাকারী বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হেলালুজ্জামান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল জালাল আহম্মেদ শরীফ পুলিশ বক্সের সামনে অভিযান চালিয়ে দেলোয়ারকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করে হস্তান্তর করা হয়েছে। ডিবি পুলিশ জানিয়েছে, এই দেলোয়ার বরিশাল জেলা বাস শ্রমিক ইউনিয়নে কৌশরে প্রবেশ করে দীর্ঘদিন যাবত ইয়াবার ব্যবসা চালিয়ে আসছে। ঘটনাচক্রে তিনি পরিবহন শ্রমিক পরিচয় দিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে মাদকের বড় বড় চালান দিয়ে আসে। মূলত: সেই সংবাদের ভিত্তিতেই সোমবার অভিযান চালিয়ে তাকে তল্লাশি করে শরীরে ১০ পিস ইয়াবা পাওয়া যায়।