শামীম আহমেদ : সিটি কর্পোরেশনের সড়কগুলোর ন্যায় গ্রামীণ জনপদের জনগুরুত্বপূর্ণ সড়কগুলোকে আলোকিত করার লক্ষ্যে গ্রামীণ সড়কে সড়ক বাতি স্থাপনের কাজ শুরু করা হয়েছে। ইতোমধ্যে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নে ব্যক্তিগত ও সরকারী উদ্যোগে ১১০টি সড়ক বাতি স্থাপন করা হয়েছে। দুইবারের শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র অনুপ্রেরণায় মাহিলাড়া ইউনিয়নের গ্রামগুলোকে গ্রামীণ শহরে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে ইউনিয়ন পরিষদ। তারই ধারাবাহিকতায় নিজস্ব অর্থায়নে ৪৫টি আধুনিক রোড ল্যাম্প বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাট-বাজার ও গ্রামীণ সড়কের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে। এছাড়া সরকারীভাবে আরও ৬৫টি রোড ল্যাম্প বিভিন্ন সড়কে স্থাপন করা হচ্ছে। পর্যায়ক্রমে ইউনিয়নের সকল সড়কগুলোকে সড়ক বাতি স্থাপন করে মাহিলাড়া ইউনিয়নকে একটি গ্রামীণ শহরে পরিণত করা হবে। উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন জানান, গ্রামীণ সড়কে বাতি স্থাপন একটি প্রশংসনীয় উদ্যোগ। সড়কে বাতিগুলো স্থাপণের ফলে স্থানীয় জনগনের যাতায়াতে সুবিধা হবে। এর আগেও মাহিলাড়া ইউপি চেয়ারম্যান ইউনিয়নের গ্রামীণ সড়কগুলোতে বৃক্ষ রোপন করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। ফলে চেয়ারম্যান সৈকত গুহ পিকলুকে উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে ঘোষনার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। ইউএনও আরও জানান, মাহিলাড়া ইউনিয়নের গ্রামীণ এলাকার সড়ক বাতি দেখে অন্যান্য ইউনিয়নের জনপ্রতিনিধিরাও নিজ নিজ ইউনিয়নের সড়কে বাতি স্থাপনে উদ্বুদ্ধ হবে।