দেশের উন্নয়ন চাইলে সকলকে কর প্রদান করতে হবে – মোহাম্মদ জাহিদ হাসান
বরিশালের গৌরনদীতে ২দিন ব্যাপি আয়কর ক্যাম্প
শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : বরিশালের প্রান্তিক জনপদ গৌরনদী উপজেলায় প্রথম বারের মত ২ দিন ব্যাপি আয়কর ক্যাম্পের আয়োজন করে পুরাতন ও নতুন করদাতাদের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্ঠি করতে সক্ষম হয়েছে কর অঞ্চল বরিশাল।নতুন করদাতা সৃষ্ঠির করার পাশাপাশি বেশ মোটা অংকের রাজস্ব অর্থ সরকারী কোষাগারে এসেছে।করদাতা কোন রকম ভোগান্তি ছাড়াই সেবা পেয়েছে তাড়াতাড়ি।আয়কর ক্যাম্পের শেষ দিনে ছিল করদাতাদের উপচে পড়া ভিড়। সময়ের অভাবে অনেক করদাতা তাদের কর প্রদান ও রিটার্ন দাখিল করতে পারেনি,আগামীতে কর ক্যাম্পের সময় বাড়ানোর জন্য দাবী জানান।সহকারী কর কমিশনার মেহেদী মাসুদ ফয়সাল জানান জেলা শহরের বাহিরে উপজেলা প্রর্যায়ে আয়কর ক্যাম্পের আয়োজনের মাধ্যমে একদিকে উঠে এসেছে রাজস্ব,অন্য দিকে নতুন করদাতা সৃষ্টি হয়েছে,সেসাথে করদাতাদের মাঝে কর প্রদানের আগ্রহ সৃষ্টি হয়েছে।গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ২ দিন ব্যাপি আয়কর ক্যাম্পের সোমবার শেষ দিন পর্যন্ত রিটান দাখিল ২৩৫ জন,প্রথম বারের মত নতুন করদাতা সৃষ্ঠি হয়েছে ৯৩ জন এসময় অন্যান্য ক্যাম্প থেকে সেবা গ্রহন করেছে ৭শত ৫০জন।দুইদিন আয়কর ক্যাম্প আয়োজনের মাধ্যমে ৬ লক্ষ ৫ হাজার ৪শত ৪৯ টাকা রাজস্ব খাতে আয়কর আদায় করা হয়েছে।অপর সহকারী কর কমিশনার বিদ্যুৎ সিকদার জানান করদাতাদের বরিশাল অফিসে গিয়ে সেবা নিতে অনেক করদাতাদের মাঝে অলসতা কাজ করে সেক্ষেত্রে বরিশাল কর অঞ্চল জেলার গৌরনদী উপজেলায় প্রথম বারের মত এ কর ক্যাম্পের আয়োজন করদাতাদের সেবা তাদের হাতের কাছে নিয়ে আসাই হচ্ছে কর অফিসের লক্ষ্য।সেজন্য আমরা ক্যাম্প থেকে ওয়ান ষ্টপ সার্ভিস এর বিশেষ ব্যাবস্থা করেছি যাতে কোন করদাতা সহজেই সময় সাশ্রয় করে তাদের কর প্রদান করতে পেরেছে।সোমবার শেষ বিকালে ক্যাম্পের শেষ দিনে দেখা যায় অনেক করদাতারা ভীড় করেন তাদের কর প্রদান করার জন্য লাইনে দাড়িয়েও সময় স্বল্পতার কারনে অনেকের কর প্রদান করা সম্ভব হয়নি।এসময় অনেক করদাতারা দাবী করেন আগামীতে এধরনের আয়কর ক্যাম্পের আয়োজন করা হলে সেক্ষেত্রে সময় বাড়ানের দাবী জানান।আয়কর ক্যাম্প প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সেবা প্রদান করেছে আয়কর বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি ইউনিয়ন ডিজিটার সেন্টারের কর্মকর্তারাও সর্বক্ষন কাজ করেছে।এব্যাপারে বরিশাল কর অঞ্চল প্রধান (যুগ্নসচিব) মোহাম্মদ জাহিদ হাসান তার অফিসে বসে বলেন,আয়কর বিভাগের কর্মকর্তারা কোন করদাতাদের শক্র না আমরা করদাতা ও জনগনকে উৎসাহিত করে দৌড় গোড়ায় সেবা পৌঁছে দিতে প্রস্তুত উন্নয়নের জন্য।তিনি বলেন,দেশের উন্নয়ন চাইলে সকলকে কর প্রদান কর প্রদান করতে হবে।